৩০ এপ্রিল পর্যন্ত পুরভোট নয় দার্জিলিঙে

দার্জিলিং পুরসভায় আপাতত স্থিতাবস্থা বজায় রাখতে হবে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সেখানে ভোট করানো যাবে না। এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। পুরসভার ১৫ জন কাউন্সিলারের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। লোকসভা ভোটে বিজেপির বিপুল সাফল্যের পর বদলে যায় দার্জিলিং পুরসভার রাজনৈতিক সমীকরণ। সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলার বিজেপিতে যোগ দেওয়ার পর তড়িঘড়ি দার্জিলিং পুরসভা ভেঙে দিয়ে প্রশাসক বসায় রাজ্য সরকার। রাজ্যের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই মামলা হয়েছে হাইকোর্টে। পরবর্তী শুনানি ২৪ এপ্রিল।

আরও পড়ুন-দুদিনের বৈঠক নিষ্ফলা, আজও শাহিনবাগে যাচ্ছেন মধ্যস্থতাকারীরা

Previous articleআইপিএল শুরুর আগে অল স্টার ম্যাচের বল গড়াবে না, মুখ খুললেন সৌরভ
Next articleনন্দীগ্রামের প্রাচীন শিব মন্দিরে পুজো করলেন শুভেন্দু