Monday, August 25, 2025

প্রকাশ্যে একসঙ্গে নগ্ন করে মহিলাদের মেডিক্যাল চেকআপ, চাঞ্চল্য গুজরাতে

Date:

ফের আরও একটি চাঞ্চল্যকর অভিযোগ। এবারও ঘটনাস্থল সেই গুজরাত ৷ প্রকাশ্যে একসঙ্গে নগ্ন করে কর্মচারীদের মেডিক্যাল চেকআপের অভিযোগ উঠল খোদ সুরাত কর্পোরেশনের বিরুদ্ধে ৷

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার । সুরাট মিউনিসিপ্যাল কর্পোরেশন কর্মচারী সংগঠন অভিযোগ জানিয়েছে, সুরাতের মিউনিসিপ্যাল কর্পোরেশনে মহিলা ট্রেনি ক্লার্কদের বাধ্যতামূলক ফিটনেস ও মেডিক্যাল টেস্টের নামে অশালীন ও অস্বস্তিকর অভিজ্ঞতার সামনে পরতে হয় ৷ অভিযোগ, স্বাস্থ্য পরীক্ষার সময় একঘরে একসঙ্গে জোর করে মহিলাদের নগ্ন হয়ে দাঁড়াতে বাধ্য করা হয় ৷এমনকি সেখানে ছিল না মহিলাদের জন্য কোনও ন্যূনতম গোপনীয়তার ব্যবস্থা ৷ যে ঘরে এই পরীক্ষা চলছিল সেখানে ছিল না কোনও পাকাপোক্ত দরজাও ৷ শুধুমাত্র ছিল একটি পর্দা ৷অবিবাহিত মহিলা কর্মচারীদের পরীক্ষার সময় প্রচুর ব্যক্তিগত ও অস্বস্তিকর প্রশ্ন করা হয় । এমনই অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে ৷ তাদের থেকে জানতে চাওয়া হয় এর আগে কখনও গর্ভবতী হয়েছেন কিনা ৷ এমনকী মহিলাদের বিতর্কিত টু-ফিঙ্গার টেস্টও করা হয় বলে অভিযোগ ৷

এক এক করে ডেকে টেস্টের বদলে, একসঙ্গে সার বেঁধে দাঁড় করিয়ে সবাইকে জামাকাপড় খুলতে বাধ্য করা হয় ৷ একসঙ্গে ১০ জন মহিলাকে উলঙ্গ করে চেক আপ করছিলেন চিকিৎসক ৷ এই ঘটনা সামনে আসতেই ফের বিতর্কের ঝড় ওঠে৷ কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ শেখ অভিযোগ করেছেন , তিন বছর প্রবেশনের সময় পূর্ণ করে স্থায়ীভাবে চাকরিতে থাকতে গেলে মেডিক্যাল টেস্ট বাধ্যতামূলক হলেও মহিলাদের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষার এমন পদ্ধতি অত্যন্ত আপত্তিকর ৷ গর্ভবতী কিনা জানতে যে মেডিক্যাল উপায় নেওয়া হয়েছে তাঁর বিরোধিতা করছি ৷অভিযোগ পেয়ে মেয়র জগদীশ পটেল দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ৷ ঘটনার তদন্তের জন্য একটি তিন সদস্যের কমিটিও গড়া হয়েছে, যারা ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেবে ৷

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version