Saturday, November 1, 2025

পোলবার পুলকার দুর্ঘটনায় গুরুতর ভাবে জখম ঋষভের শারীরিক অবস্থা আরও সংকটজনক।চিকিৎসকরা জানিয়েছেন যে তার কিডনি, লিভার, ফুসফুস কাজ করছে না। এসএসকেএম সূত্রে জানানো হয়েছে, মাল্টি অরগ্যান ফেলিওরের পথে খুদে পড়ুয়া। তার চিকিৎসার জন্য পরবর্তী পদক্ষেপ নিয়ে সকাল থেকে একাধিকবার জরুরি বৈঠকে বসেছেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা। ঋষভের শারীরিক অবস্থা যেদিকে যাচ্ছে, তাতে উদ্বিগ্ন চিকিৎসকরা। অন্যদিকে, দিব্যাংশুর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
১৪ ফেব্রুয়ারি দিল্লি রোড ধরে পুলকারে চড়ে স্কুলে যাচ্ছিল। আচমকাই পোস্টে ধাক্কা মেরে নয়ানজুলিতে উলটে যায় গাড়িটি। তাদের উদ্ধার করে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে ভরতি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় গ্রিন করিডরের মাধ্যমে তাদের এসএসকেএমে নিয়ে আসা হয়।দুর্ঘটনার সাত দিন পরেও কোনও শারীরিক উন্নতি হয়নি স্কুল পড়ুয়া ঋষভের।
এসএসকেএম সূত্রে জানা গিয়েছে, পুলকার নয়ানজুলিতে পড়ে যাওয়ার জেরে ফুসফুসে কাদাজল ঢুকে গিয়েছিল ঋষভের। তাই দুর্ঘটনার দিন থেকে ফুসফুসের সাহায্যে সে শ্বাস নিতে পারছে না। ECMO পদ্ধতিতে আপাতত শ্বাস নিচ্ছে ছোট্ট ঋষভ। দীর্ঘদিন ধরে কাদাজল ফুসফুস থেকে না বেরনোর ফলে তৈরি হয়েছে সংক্রমণ। চিকিৎসকরা জানিয়েছেন, নতুন করে লিভার এবং কিডনিতেও সংক্রমণ দেখা দিয়েছে। রক্তে নানা উপাদানের ঘাটতি হচ্ছে। প্লেটলেটও কমছে হু হু করে। তাই প্রতিনিয়ত প্লেটলেট দেওয়া হচ্ছে তাকে। জরুরি ভিত্তিতে শুক্রবার আরও একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। আপাতত সম্পূর্ণ ভেন্টিলেশনে রয়েছে ঋষভ।আর এক ছাত্র দিব্যাংশুর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বৃহস্পতিবার থেকে আংশিক ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে। চিকিৎসায় সাড়া দিচ্ছে সে। এখনও পর্যন্ত ট্রমা কেয়ার ইউনিটেই ভরতি রয়েছে দিব্যাংশু। আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দিব্যাংশু সুস্থ হয়ে ওঠায় কিছুটা হলেও স্বস্তিতে তার পরিজনেরা।

Related articles

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২১৫৫ ₹ ১২১৫৫০ ₹ খুচরো পাকা সোনা ১২২১৫...

স্কুলের পরে করুন SIR ডিউটি! কমিশনের হঠকারিতায় বিক্ষোভে BLO-রা

আশঙ্কাকে সত্যি করে তড়িঘড়ি দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা। এই ঘোষণা যে কতটা অপরিকল্পিত তা...

SIR ঘোষণার পরে মৃত্যুমিছিল, পথে নেমে প্রতিবাদে মমতা-অভিষেক

মঙ্গলবারই পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া চলাকালীন রাজ্য দুজনের প্রাণহানি হয়েছে। আরও একজন আত্মহত্যার চেষ্টা...

সেমিফাইনাল কলকাতায় খেলতে চায় ইস্টবেঙ্গল, ফেডারেশনের ভাবনা কী?

আইএফএ শিল্ড ফাইনালের ব্যর্থতা ঝেড়ে ফেলে সুপার কাপ(Super Cup) জয় স্বপ্নে বুদ ইস্টবেঙ্গল( East Bengal)। শুক্রবার মোহনবাগানের বিরুদ্ধে...
Exit mobile version