Sunday, November 9, 2025

দুদিনের বৈঠক নিষ্ফলা, আজও শাহিনবাগে যাচ্ছেন মধ্যস্থতাকারীরা

Date:

বুধবার থেকেই শাহিনবাগের আন্দোলনকারীদের সঙ্গে সুপ্রিম কোর্ট নিযুক্ত মধ্যস্থতাকারীদের আলোচনা শুরু হয়েছে। বুধ ও বৃহস্পতি কোনও রফাসূত্র না বেরনোয় আজ শুক্রবারও চলবে আলোচনা। গতকালের মত আজও শাহিনবাগের ধরনামঞ্চে যাবেন মধ্যস্থতাকারী সঞ্জয় হেগড়ে ও সাধনা রামচন্দ্রন। দুমাসের উপর ধরে চলা অবস্থান-ধরনায় শাহিনবাগের প্রতিবাদীদের মূল দাবি, সিএএ, এনআরসি ও এনপিআর বাতিল করতে হবে। নাগরিকত্ব ইস্যুতে কোনও ধর্মীয় বিভাজন চলবে না। সিএএ বাতিল না হওয়া পর্যন্ত অবস্থান-বিক্ষোভ চলবে।

সুপ্রিম কোর্টে সিএএ বাতিলের দাবিতে মামলা চললেও আন্দোলনকারীরা ধরনা চালিয়ে যাওয়া নিয়ে অনড়। কোর্টে আইনি লড়াইয়ের পাশাপাশি তাঁরা একইসঙ্গে রাস্তা আটকে বিক্ষোভ করে ধরনা চালিয়ে যেতে চান। ধরনা উঠিয়ে নিলে শাহিনবাগের আন্দোলন গুরুত্ব হারাবে বলে মত তাঁদের। অনেকেরই যুক্তি, আন্না হাজারের ধরনা আন্দোলন লাগাতার চললেও তখন তো জনজীবনে সমস্যার কথা বলা হয়নি। তাহলে এখন কেন সমস্যা হবে? সুপ্রিম কোর্ট সর্বোচ্চ মেনেও শাহিনবাগের আন্দোলনকারীরা রাস্তা আটকে ধরনা চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড়।

মধ্যস্থতাকারীরা তাঁদের বোঝান, সুপ্রিম কোর্ট প্রতিবাদীদের আন্দোলনের অধিকারকে সমর্থন করে। একইসঙ্গে মনে করে সাধারণ মানুষের এই এলাকা দিয়ে স্বাভাবিকভাবে যাতায়াত করারও অধিকার আছে, ধরনামঞ্চের জন্য যা বিঘ্নিত হচ্ছে। মধ্যস্থতাকারীরা এও বলেন, এক্ষুণি রাস্তা থেকে ধরনা তুলে নিলে সুপ্রিম কোর্ট দ্রুত ও গুরুত্বের সঙ্গে আন্দোলনকারীদের দাবি পর্যালোচনা করবে। কিন্তু এই যুক্তিতেও কান দেননি আন্দোলনকারীরা। এই অবস্থায় মধ্যস্থতাকারীরা আজ তৃতীয়দিন ফের আলোচনা করে শাহিনবাগের রাজপথকে ধরনামুক্ত করতে পারেন কিনা সেটাই দেখার।

আরও পড়ুন-রাজ্যস্তরের ভোটে বিজেপিকে মোদি-শাহর উপর নির্ভরতা কমানোর পরামর্শ দিল আরএসএস

Related articles

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...
Exit mobile version