মহারাষ্ট্রে সিএএ হবে, এনপিআরও হবে। এই দুটি বিষয়ের সঙ্গে কাউকে দেশছাড়া করার কোনও যোগ নেই। শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর বললেন শিবসেনা প্রধান ও মহারাষ্ট্রের জোট সরকারের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সাংবাদিকদের তিনি বলেন, সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইনে কী বলা হয়েছে তা আমি জানি। এর সঙ্গে কোনও সম্প্রদায়ের মানুষকে দেশছাড়া করার কোনও প্রশ্নই নেই। এটা নিয়ে ভুল প্রচার অনভিপ্রেত। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে এনপিআর হবেই। এটা জনগণনার বিষয়। প্রতি দশ বছর অন্তর হয়। আর প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশজুড়ে এনআরসি হচ্ছে না। ফলে এটা নিয়ে বিরোধিতাও অর্থহীন।
সিএএ, এনপিআর কাউকে দেশছাড়া করার বিষয়ই নয়, মোদির সঙ্গে সাক্ষাতের পর বললেন উদ্ধব
Date:
Share post:
