কলকাতায় এসে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে একগুচ্ছ প্রশ্ন তুলে দিয়ে গেলেন এ রাজ্য থেকে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভি। তাঁর অভিযোগ, কেন্দ্রে মোদি সরকার আসার পর থেকেই দেশদ্রোহিতার মামলা বেড়েই চলেছে। বুধবার প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনে এক সাংবাদিক বৈঠকে তিনি এ কথা জানান।

তাঁর কথায়, ২০১৪ সালের পর থেকে দেশদ্রোহীতার মামলা ভারতজুড়ে বাড়তেই থেকেছে। আর সিএএ পাস হওয়ার পর থেকে এই মামলার পরিমাণ আরও বেড়ে গিয়েছে। পাশাপাশি, কাশ্মীর ইস্যুতে এদিন তিনি ভর্ত্সনা করেন কেন্দ্রকে। এ বিষয়ে তিনি বলেন, ৩৭০ ধারা লাগু হওয়ার পর থেকেই ব্যবসা-বাণিজ্যের আকাল দেখা দিয়েছে। কাশ্মীরজুড়ে পর্যটন শিল্প একেবারে তলানিতে। আনুমানিক ২.৪ বিলিয়ন আমেরিকান ডলারের ক্ষতি হয়েছে।

এছাড়াও ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর নিয়েও তিনি বলেন, শুধু ঘোরাফেরা নয়। আশা করব আগামী দিনে ভারত এর থেকে কোনও ভালো ফায়দা তুলতে পারবে।
