যোগীর রাজ্য সোনভদ্রে টনটন সোনার হদিশ। সে নিয়ে চাঞ্চল্য দেশজুড়ে। রাজ্যের ডিরেক্টর অফ জিওলজি সেই তোলার কাজ শুরু করতে চলেছে। সোনপাহাড়ি আর হারদিতে সোনার সন্ধান মিলেছে। সোনপাহাড়িতে প্রায় ২৭০০টন ও হারদিতে ৬৫০টন সোনা রয়েছে বলে ভূতত্ত্ব বিজ্ঞানীদের অনুমান। অবশ্য আজ থেকে ১৫ বছর আগেই জিএসআই দুই এলাকায় সোনা থাকার কথা জানিয়েছিল। তারপর নানা পরীক্ষার পর ২০১২ সালে জানানো হয় সোনা রয়েছে ওই এলাকায়। সোনা তুলতে অসুবিধে হওয়ার কথা নয়। এলাকায় সোনা ছাড়াও ইউরেনিয়াম খনিজ পাওয়া যাবে বলে ভূতাত্ত্বিকরা জানাচ্ছেন।