হারের ভ্রূকুটি কোহলি ব্রিগেডের মাথায়

বেসিন রিজার্ভ। এই মাঠেই রবি শাস্ত্রীকে উড়িয়ে এনে ভারতীয় টেস্ট দলে স্থান দেওয়া হয়েছিল। আর কোচ হিসাবে সেই মাঠেই কোহলি ব্রিগেডের মাথায় হারের ভ্রূকুটি। কোচ সেই শাস্ত্রী। ভারত কাল ১২২ রান নিয়ে খেলতে নেমে ১৬৫ তে মুড়িয়ে যায়। আজিঙ্কা রাহানের অবিবেচকের মতো কলে রান আউট হলেন ঋষভ পন্থ। রাহানেও ইনিংস টানতে পারেননি। ৪৬শে আউট।

ভাবা গিয়েছিল, ভারতের স্পিড স্টাররা জবাব দেবেন। কিন্তু উইকেট তুলতে ব্যর্থ হলেন বুমরা। ইশান্ত ৩টি উইকেট নিলেন, সঙ্গে শামি ও অশ্বিন একটি করে। দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ড ৫ উইকেট হারিয়ে ২১৬। এগিয়ে ৫২ রানে। অধিনায়ক উইলিয়ামসন দুরন্ত খেলছিলেন। সেঞ্চুরি পাওনা ছিল। ৮৯ রানে তাঁকে শামি ফেরালেন। টেলর ৪৪ ও ব্লুন্ডেল ৩০, দলকে টানলেন। কাল, তৃতীয় দিনে নিউজিল্যান্ড আরও ১০০ রানের লিড নিতে সক্ষম হলে কোহলিরা মুশকিলে পড়তে বাধ্য। বেসিন রিজার্ভে হারের সম্ভাবনা প্রবল, বলছেন সানি থেকে লক্ষ্মণের মতো ক্রিকেট বিশেষজ্ঞরা।