বিহার নির্বাচনে বিজেপির ভালো ফলের পরে SIR নিয়ে পঞ্চমুখ রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর শনিবার রাজ্যপালের (Governor) এই মত প্রকাশের পরেই তাঁকে নিশানা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তাঁর কটাক্ষ, ”বিজেপির (BJP) চাকরবাকরের মতো রাজ্যপাল যতদিন থাকবেন, ততদিন ভালো কিছু পশ্চিমবঙ্গে হবে না।”
শনিবার এক অনুষ্ঠানে গিয়ে বিহার নির্বাচন ফলাফলে প্রসঙ্গে আনন্দ বোস (C V Ananda Bose) বলেন, ”SIR নতুন পদ্ধতি, সুষ্ঠু নির্বাচনের জন্য তা প্রয়োজন। বিহারে তার প্রমাণ হয়েছে।” বিজেপির সুরে সুর মিলিয়ে রাজ্যপাল বলেন, ”ভোট হওয়া উচিত ব্যালটে, বুলেটের মাধ্যমে নয়। রাজ্যের মানুষ SIR নিয়ে বিভ্রান্ত। তাঁদের বিষয়টা বোঝাতে হবে। আমি নিশ্চিত, এ রাজ্যের মানুষও SIR গ্রহণ করবেন।” এই প্রথম নয়, রাজ্যে এসআইআর শুরু থেকেই তার স্বপক্ষে বলেছিলেন আনন্দ বোস।
রাজ্যপালের এই মন্তব্যের পরেই এদিন এক অনুষ্ঠানে গিয়ে আনন্দ বোসকে নিশানা করেন তৃণমূল সাংসদ। তীব্র আক্রমণ করে তিনি বলেন, ”রাজ্যপালকে আগে বলুন তাঁর রাজভবনে বিজেপির অপরাধীদের যাতে না রাখে। রাজভবনে অপরাধী রাখছেন আর তাদের একটা করে বন্দুক দিচ্ছেন, বোমা দিচ্ছেন। বলছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আগে এসব বন্ধ করুন। তিনি অপদার্থ রাজ্যপাল! বিজেপির চাকরবাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় হবে না।”
রাজ্যের শাসকদলের বরাবরই অভিযোগ, রাজভবনকে কার্যালয় করে দিয়েছে বিজেপি। তাই এসআইআর নিয়ে কেন্দ্রের শাসকদলের হয়েই সাফাই গাইছেন আনন্দ বোস।
–
–
–
–
–
–
