Monday, August 25, 2025

“ট্রাম্পকে আমার গানের সঙ্গে নাচতে বলবো’, মন্তব্য এক বলিউডি গায়কের

Date:

Share post:

মার্কিন প্রেসিডেন্টের অভ্যর্থনা অনুষ্ঠানে গান গাইতে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের এক জনপ্রিয় শিল্পীকে৷

আমন্ত্রণ পেয়ে সেই শিল্পীর প্রাথমিক প্রতিক্রিয়া, “গান গাইতে তো যাবোই৷ আমি চাই আমার গানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প নাচুন।”

গোটা দুনিয়ার এক নম্বর VVIP-কে এমনই অনুরোধ করলেন বিশিষ্ট শিল্পী কৈলাশ খের৷

আগামী ২৪ তারিখ থেকে এ দেশের অতিথি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সঙ্গে থাকবেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। টানা ৩৬ ঘণ্টার অতিথি তাঁরা। প্রথম দিনেই মার্কিন প্রেসিডেন্টের বিলাসবহুল ‘এয়ারফোর্স ওয়ান’ বিমান আমেদাবাদ এয়ারপোর্টে নামবে। সেখান থেকে নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে যাবেন তাঁরা। সঙ্গে থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকেও হিউস্টনে যেভাবে অভ্যর্থনা জানানো হয়েছিল, ‘হাউডি মোদি‌’‌ স্লোগানে, এখানেও সেভাবেই ‘নমস্তে ট্রাম্প’‌ অনু্ষ্ঠানে স্লোগান দেওয়া হবে ‘কেমছো ট্রাম্প’।

গত বেশ কয়েক সপ্তাহ ধরেই আমেদাবাদ নগর উন্নয়ন কর্তৃপক্ষ এবং আহমেদাবাদ পৌর কর্পোরেশন এই অনুষ্ঠানের জন্য ঝাঁপিয়েছে আমেদাবাদকে বদলে দিতে৷
‘ডোনাল্ড ট্রাম্প নাগরিক অভিনন্দন সমিতি’ এই অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছে। ২৪ তারিখ দুপুরে মার্কিন প্রেসিডেন্ট তাঁর স্ত্রী সহ আমেদাবাদ এয়ারপোর্ট থেকেই সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামে পৌঁছবেন। নবনির্মিত এই স্টেডিয়ামের উদ্বোধনও করবেন তিনি। সেখানেই অনেক শিল্পীর সঙ্গে অংশগ্রহণ করবেন কৈলাশ খের-ও। কৈলাশ শুরু করবেন ‘জয় জয় কারা, স্বামী দেনা সাথ হামারা’, আর শেষ করবেন ‘আগার বুম বুম লাহিড়ী’ গান দিয়ে।

এক সংবাদ মাধ্যমে খের বলেছেন, “যদি কথা বলার সুযোগ পাই, আমি ট্রাম্পকে আমার গানের সঙ্গে নাচতে বলব”। দুপুর সাড়ে তিনটে পর্যন্ত সেখানে চলবে এই অনুষ্ঠান, তারপরেই সেখান থেকে আগ্রায় যাবেন ট্রাম্প এবং মেলানিয়া। সেখানে তাঁরা কিছুক্ষণ তাজমহল দেখবেন। সন্ধে সাড়ে ৬ টা নাগাদ দিল্লি রওনা দেবেন।

spot_img

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...