Wednesday, August 27, 2025

“ট্রাম্পকে আমার গানের সঙ্গে নাচতে বলবো’, মন্তব্য এক বলিউডি গায়কের

Date:

মার্কিন প্রেসিডেন্টের অভ্যর্থনা অনুষ্ঠানে গান গাইতে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের এক জনপ্রিয় শিল্পীকে৷

আমন্ত্রণ পেয়ে সেই শিল্পীর প্রাথমিক প্রতিক্রিয়া, “গান গাইতে তো যাবোই৷ আমি চাই আমার গানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প নাচুন।”

গোটা দুনিয়ার এক নম্বর VVIP-কে এমনই অনুরোধ করলেন বিশিষ্ট শিল্পী কৈলাশ খের৷

আগামী ২৪ তারিখ থেকে এ দেশের অতিথি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সঙ্গে থাকবেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। টানা ৩৬ ঘণ্টার অতিথি তাঁরা। প্রথম দিনেই মার্কিন প্রেসিডেন্টের বিলাসবহুল ‘এয়ারফোর্স ওয়ান’ বিমান আমেদাবাদ এয়ারপোর্টে নামবে। সেখান থেকে নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে যাবেন তাঁরা। সঙ্গে থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকেও হিউস্টনে যেভাবে অভ্যর্থনা জানানো হয়েছিল, ‘হাউডি মোদি‌’‌ স্লোগানে, এখানেও সেভাবেই ‘নমস্তে ট্রাম্প’‌ অনু্ষ্ঠানে স্লোগান দেওয়া হবে ‘কেমছো ট্রাম্প’।

গত বেশ কয়েক সপ্তাহ ধরেই আমেদাবাদ নগর উন্নয়ন কর্তৃপক্ষ এবং আহমেদাবাদ পৌর কর্পোরেশন এই অনুষ্ঠানের জন্য ঝাঁপিয়েছে আমেদাবাদকে বদলে দিতে৷
‘ডোনাল্ড ট্রাম্প নাগরিক অভিনন্দন সমিতি’ এই অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছে। ২৪ তারিখ দুপুরে মার্কিন প্রেসিডেন্ট তাঁর স্ত্রী সহ আমেদাবাদ এয়ারপোর্ট থেকেই সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামে পৌঁছবেন। নবনির্মিত এই স্টেডিয়ামের উদ্বোধনও করবেন তিনি। সেখানেই অনেক শিল্পীর সঙ্গে অংশগ্রহণ করবেন কৈলাশ খের-ও। কৈলাশ শুরু করবেন ‘জয় জয় কারা, স্বামী দেনা সাথ হামারা’, আর শেষ করবেন ‘আগার বুম বুম লাহিড়ী’ গান দিয়ে।

এক সংবাদ মাধ্যমে খের বলেছেন, “যদি কথা বলার সুযোগ পাই, আমি ট্রাম্পকে আমার গানের সঙ্গে নাচতে বলব”। দুপুর সাড়ে তিনটে পর্যন্ত সেখানে চলবে এই অনুষ্ঠান, তারপরেই সেখান থেকে আগ্রায় যাবেন ট্রাম্প এবং মেলানিয়া। সেখানে তাঁরা কিছুক্ষণ তাজমহল দেখবেন। সন্ধে সাড়ে ৬ টা নাগাদ দিল্লি রওনা দেবেন।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version