Thursday, August 21, 2025

ফের ব্যর্থ কোহলি, দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৪৪ রান তুলে লড়ছে ভারত

Date:

Share post:

ফের কোহলির ব্যর্থতা ৷ ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের অর্ধশতরান ৷ পাশাপাশি দেশের টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পূজারার অতিরিক্ত রক্ষণশীল ব্যাটিং ৷ সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ভারতের ব্যাটিং ব্রিগেড ৷ মেন ইন ব্লু-কে ম্যাচে ফেরাতে মরিয়া লড়ে যাচ্ছেন অজিঙ্কা রাহানে এবং হনুমা বিহারি ৷ 60 ওভার শেষে 4 উইকেট হারিয়ে 135 রান তুলেছে ভারত ৷
কিউয়ি সফরে কিছুতেই রানের খরা কাটছে না বিরাট কোহলির ৷ বিশেষ করে ট্রেন্ট বোল্টের সামনে ৷ রবিবার ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যাপ্টেন কোহলির অবদান 43 বলে 19 রান৷ বোল্টের ডেলিভারিতে উইকেটের পিছনে থাকা ওয়েটলিংয়ের মুঠোবন্দী হয়ে ফেরেন তিনি ৷ পৃথ্বী দ্রুত ফিরলেও অপর প্রান্ত ধরে রেখে এগোচ্ছিলেন ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ৷ কর্ণাটকী ব্যাটসম্যানের ব্যাটিংয়ে যতটা ইতিবাচকভাব ছিল ঠিক ততটাই নেগেটিভ ছিলেন পূজারা ৷ ভারতীয় দলের মিস্টার ডিপেন্ডেবল ভরসা জোগাতে পারলেন না মোটেও ৷ 81 বলে তাঁর অবদান মাত্র 11 রান ৷
তিনি খেলতে পারবেন কিনা সেটাই অনিশ্চিত ছিল ৷ চোট সারিয়ে ফেরা সেই ঈশান্ত শর্মাই দলে এসেই কামাল দেখালেন ৷ প্রথম ইনিংসে পাঁচটি উইকেট নিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের ব্যর্থতা কিছুটা হলেও ভুলিয়ে দিতে পেরেছেন দেশের এই ফাস্ট বোলার ৷ তাও প্রথম ইনিংসে 183 রানের বড় লিড নিয়েছে নিউজিল্যান্ড ৷
দ্বিতীয় দিনের শেষে পাঁচ উইকেটে 216 রানে শেষ করেছিল কিউয়িরা ৷ একটা সময় 2 উইকেটে 166 রান ছিল নিউজ়িল্যান্ডের ৷ দুই ওপেনার টম ল্যাথাম এবং টম ব্লান্ডেলকে ফেরানোর পর ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই রস টেলরকে (44) আউট করে মেন ইন ব্লুকে লড়াইয়ে ফেরান ঈশান্ত ৷ তৃতীয় দিনের শুরুতেই কেন উইলিয়ামসনদের ঝটকা দেন জসপ্রীত বুমরা ৷ দিনের প্রথম বলেই আগের দিনের অপরাজিত থাকা ওয়াটলিংকে (14) ফেরান তিনি ৷ এরপর ফের আছড়ে পড়ে ঈশান্ত ঝড় ৷ তাঁর চতুর্থ শিকার হন টিম সাউদি (7) ৷ শেষ বেলায় 24 বলে 38 রানের ক্যামিও ইনিংস খেলা ট্রেন্ট বোল্টকে ফিরিয়ে এক ইনিংসে পাঁচটি উইকেট ঝুলিতে পোরেন দেশের এই ল্যাঙ্কি পেসার ৷ রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন তিনটি উইকেট ৷ চারটি উইকেট নিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের বিধ্বস্ত করে ছেড়েছিলেন অভিষেককারী ডান হাতি পেসার কাইলি জেমিসন ৷ ব্যাট হাতেও ছন্দে দেখাল তাঁকে ৷ চারটি ছয় ও একটি চারের সাহায্যে 45 বলে 44 রান 183 রানে পিছিয়ে থাকে কোহলিরা৷
দ্বিতীয় ইনিংসের শুরুতেই কোহলিদের ঝটকা দেন ট্রেন্ট বোল্ট ৷ বাঁ হাতি কিউয়ি পেসারের বলে টম ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পৃথ্বী শ ৷ ক্রিজে রয়েছেন মায়াঙ্ক আগরওয়াল এবং চেতেশ্বর পূজারা ৷ 26 ওভার শেষে ভারতের স্কোর 58 ৷ প্রাথমিক ঝটকা সামলে তৃতীয় দিনে ঘুরে দাঁড়াতে পারে কি না ভারত, সেটাই দেখার ৷নিউজ়িল্যান্ডের রান তোলা আটকানো যায়নি ৷ প্রথম ইনিংসে 348 রানে শেষ করে হোম টিম ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ উইকেটে ১৪৪ রান তুলেছে কোহলি ব্রিগেড৷ এখন দেখার কত বড় অঙ্কের রান কিউয়দের সামনে খাড়া করতে ভারত৷

spot_img

Related articles

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত পেট্রোল-ডিজেলের দাম

২১ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

ছেলেকে খুন করে FBI-র হাতে ধৃত মোস্ট ওয়ান্টেড মহিলার ভারত যোগ

নিজের ছ’বছরের পুত্র সন্তানকে খুনের অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। ঘটনা ২০২৩ সালের। তবে তারপর থেকে মার্কিন নাগরিক(American...

Gold Silver Price: ঠাণ্ডা হচ্ছে বাজার, ইঙ্গিত সোনার দামে

সোমবার ২১ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ৯৮৯০ ₹     ৯৮৯০০ ₹ খুচরো পাকা সোনা   ৯৯৪০...