Wednesday, December 10, 2025

ফের ব্যর্থ কোহলি, দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৪৪ রান তুলে লড়ছে ভারত

Date:

Share post:

ফের কোহলির ব্যর্থতা ৷ ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের অর্ধশতরান ৷ পাশাপাশি দেশের টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পূজারার অতিরিক্ত রক্ষণশীল ব্যাটিং ৷ সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ভারতের ব্যাটিং ব্রিগেড ৷ মেন ইন ব্লু-কে ম্যাচে ফেরাতে মরিয়া লড়ে যাচ্ছেন অজিঙ্কা রাহানে এবং হনুমা বিহারি ৷ 60 ওভার শেষে 4 উইকেট হারিয়ে 135 রান তুলেছে ভারত ৷
কিউয়ি সফরে কিছুতেই রানের খরা কাটছে না বিরাট কোহলির ৷ বিশেষ করে ট্রেন্ট বোল্টের সামনে ৷ রবিবার ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যাপ্টেন কোহলির অবদান 43 বলে 19 রান৷ বোল্টের ডেলিভারিতে উইকেটের পিছনে থাকা ওয়েটলিংয়ের মুঠোবন্দী হয়ে ফেরেন তিনি ৷ পৃথ্বী দ্রুত ফিরলেও অপর প্রান্ত ধরে রেখে এগোচ্ছিলেন ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ৷ কর্ণাটকী ব্যাটসম্যানের ব্যাটিংয়ে যতটা ইতিবাচকভাব ছিল ঠিক ততটাই নেগেটিভ ছিলেন পূজারা ৷ ভারতীয় দলের মিস্টার ডিপেন্ডেবল ভরসা জোগাতে পারলেন না মোটেও ৷ 81 বলে তাঁর অবদান মাত্র 11 রান ৷
তিনি খেলতে পারবেন কিনা সেটাই অনিশ্চিত ছিল ৷ চোট সারিয়ে ফেরা সেই ঈশান্ত শর্মাই দলে এসেই কামাল দেখালেন ৷ প্রথম ইনিংসে পাঁচটি উইকেট নিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের ব্যর্থতা কিছুটা হলেও ভুলিয়ে দিতে পেরেছেন দেশের এই ফাস্ট বোলার ৷ তাও প্রথম ইনিংসে 183 রানের বড় লিড নিয়েছে নিউজিল্যান্ড ৷
দ্বিতীয় দিনের শেষে পাঁচ উইকেটে 216 রানে শেষ করেছিল কিউয়িরা ৷ একটা সময় 2 উইকেটে 166 রান ছিল নিউজ়িল্যান্ডের ৷ দুই ওপেনার টম ল্যাথাম এবং টম ব্লান্ডেলকে ফেরানোর পর ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই রস টেলরকে (44) আউট করে মেন ইন ব্লুকে লড়াইয়ে ফেরান ঈশান্ত ৷ তৃতীয় দিনের শুরুতেই কেন উইলিয়ামসনদের ঝটকা দেন জসপ্রীত বুমরা ৷ দিনের প্রথম বলেই আগের দিনের অপরাজিত থাকা ওয়াটলিংকে (14) ফেরান তিনি ৷ এরপর ফের আছড়ে পড়ে ঈশান্ত ঝড় ৷ তাঁর চতুর্থ শিকার হন টিম সাউদি (7) ৷ শেষ বেলায় 24 বলে 38 রানের ক্যামিও ইনিংস খেলা ট্রেন্ট বোল্টকে ফিরিয়ে এক ইনিংসে পাঁচটি উইকেট ঝুলিতে পোরেন দেশের এই ল্যাঙ্কি পেসার ৷ রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন তিনটি উইকেট ৷ চারটি উইকেট নিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের বিধ্বস্ত করে ছেড়েছিলেন অভিষেককারী ডান হাতি পেসার কাইলি জেমিসন ৷ ব্যাট হাতেও ছন্দে দেখাল তাঁকে ৷ চারটি ছয় ও একটি চারের সাহায্যে 45 বলে 44 রান 183 রানে পিছিয়ে থাকে কোহলিরা৷
দ্বিতীয় ইনিংসের শুরুতেই কোহলিদের ঝটকা দেন ট্রেন্ট বোল্ট ৷ বাঁ হাতি কিউয়ি পেসারের বলে টম ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পৃথ্বী শ ৷ ক্রিজে রয়েছেন মায়াঙ্ক আগরওয়াল এবং চেতেশ্বর পূজারা ৷ 26 ওভার শেষে ভারতের স্কোর 58 ৷ প্রাথমিক ঝটকা সামলে তৃতীয় দিনে ঘুরে দাঁড়াতে পারে কি না ভারত, সেটাই দেখার ৷নিউজ়িল্যান্ডের রান তোলা আটকানো যায়নি ৷ প্রথম ইনিংসে 348 রানে শেষ করে হোম টিম ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ উইকেটে ১৪৪ রান তুলেছে কোহলি ব্রিগেড৷ এখন দেখার কত বড় অঙ্কের রান কিউয়দের সামনে খাড়া করতে ভারত৷

spot_img

Related articles

অভিনেতা অশোক কুমারের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য বাংলার মুখ্যমন্ত্রীর 

হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম সুপারস্টার অশোক কুমারের অভিনয়ে আসা যেন নাটকীয় এক অধ্যায়। অভিনয় জীবনের শুরুতেই শুনতে হয়েছিল,...

রাজ্যে ভরপুর শীতের আমেজ, উইকেন্ডের আগে আর পারদ পতন নয়

উত্তর থেকে দক্ষিণ বাংলা জুড়ে নিশ্চিন্তে ব্যাটিং করছে শীত (Winter)। বৃষ্টির বাউন্সার বা ঝঞ্ঝার ঝক্কি না থাকায় হিমেল...

গোয়ার নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মালিক! 

গোয়ার আরপোরায় ‘বার্চ বাই রোমিও লেন’ (Birch by Romeo Lane) নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মালিক অজয় গুপ্তা। এর...

প্রতারণার অভিযোগ উঠতেই রাগবি ইন্ডিয়া প্রেসিডেন্সির সভাপতিত্বে না অভিনেতা রাহুলের!

প্রাক্তন রাগবি খেলোয়াড় রাহুল বোসের (Rahul Bose) বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠতেই বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা। দায়িত্ব নিয়েও হিমাচল...