জাফরাবাদে উত্তেজনা, পুলিশের সামনেই ইট-বৃষ্টি

ফের উত্তেজনা রাজধানীতে। এনআরসি-সিএএ বিরোধী আন্দোলনে শাহিনবাগ শান্ত থাকলেও, উত্তপ্ত জাফরাবাদ। রবিবার বিকেলে, জাফরাবাদের সমাবেশেই পাথর ছোড়ার অভিযোগ উঠল। পুলিসের সামনেই চলে ইট-পাথর বৃষ্টি। সূত্রের খবর, এদিন বিজেপি নেতা কপিল মিশ্র সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে একটি মিছিলের আয়োজন করেন।

অভিযোগ, সেই মিছিল থেকেই সিএএ-র বিরোধী বিক্ষোভকারীদের দিকে পাথর ছোড়া হয়। পালটা ইট-পাথর ছোড়েন জাফরাবাদের বিক্ষোভকারীরাও। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিস পৌঁছলে, তাদের সামনেই চলে ইট বৃষ্টি। পরে, কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে সংঘর্ষকারীদের হঠিয়ে দেয় পুলিশ। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়।