মায়াপুরে বিশ্বের সবচেয়ে বড় মন্দিরের অন্দরসজ্জা নজর কাড়বে ভক্তদের

মায়াপুরে ভক্তদের সংখ্যা আরও বাড়াতে  তৈরি করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় মন্দিরটি। এখানে একসঙ্গে প্রায় ১০,০০০ জন ভক্ত ভগবানের নাম নিতে পারবে। মন্দিরের উচ্চতা ৩৮০ ফুট।

এই মন্দিরে বিশেষভাবে ব্যবহার করা হয়েছে নীল রঙের বলিভিয়ান মার্বেল। বেদের সংস্কৃতিকে আরও ভালোভাবে সমস্ত দেশে ছড়িয়ে দেওয়ার উদ্দ্যেশেই এই মন্দির স্থাপন। মন্দির কর্তৃপক্ষের ম্যানেজিং ডিরেক্টর সদাভূজ দাস বলেছেন, ‘প্রাচ্য ও পাশ্চাত্যের মিশ্রণে তৈরি করা হচ্ছে এই মন্দির।

ভিয়েতনাম (Vietnam) থেকে মন্দির নির্মানের জন্য মার্বেল আনা হয়েছে। তবে কিছু মার্বেল ভারতেও বানানো হয়েছে।’ আসুন দেখেনি তার অন্দরের কিছু ছবি-

Previous articleদিল্লির হার নিয়ে বিজেপি নেতাদের বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য মনোজ তিওয়ারির
Next articleজাফরাবাদে উত্তেজনা, পুলিশের সামনেই ইট-বৃষ্টি