জাফরাবাদে উত্তেজনা, পুলিশের সামনেই ইট-বৃষ্টি

ফের উত্তেজনা রাজধানীতে। এনআরসি-সিএএ বিরোধী আন্দোলনে শাহিনবাগ শান্ত থাকলেও, উত্তপ্ত জাফরাবাদ। রবিবার বিকেলে, জাফরাবাদের সমাবেশেই পাথর ছোড়ার অভিযোগ উঠল। পুলিসের সামনেই চলে ইট-পাথর বৃষ্টি। সূত্রের খবর, এদিন বিজেপি নেতা কপিল মিশ্র সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে একটি মিছিলের আয়োজন করেন।

অভিযোগ, সেই মিছিল থেকেই সিএএ-র বিরোধী বিক্ষোভকারীদের দিকে পাথর ছোড়া হয়। পালটা ইট-পাথর ছোড়েন জাফরাবাদের বিক্ষোভকারীরাও। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিস পৌঁছলে, তাদের সামনেই চলে ইট বৃষ্টি। পরে, কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে সংঘর্ষকারীদের হঠিয়ে দেয় পুলিশ। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়।

Previous articleমায়াপুরে বিশ্বের সবচেয়ে বড় মন্দিরের অন্দরসজ্জা নজর কাড়বে ভক্তদের
Next articleগত তিন মাসে পাপিয়া হোটেলের বিল দিয়েছেন ১ কোটি ৩০ লাখ টাকা !