দিল্লির হার নিয়ে বিজেপি নেতাদের বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য মনোজ তিওয়ারির

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরেই দিল্লি বিজেপি-তে ভাঙনের ইঙ্গিত। হারের পরে সেই দায় মাথায় নিয়ে দলের প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মনোজ তিওয়ারি। এবার বিজেপি নেতাদরে বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিলেন তিনি। তাঁর অভিযোগ, একাধিক দলের শীর্ষ স্থানীয় নেতার বিদ্বেষমূলক মন্তব্যের জেরেই দিল্লি ভোটে ধরাশায়ী হয়েছে গেরুয়া শিবির। রবিবার, সংবাদিকদের সামনে বেশ কয়েকজন দলীয় নেতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন মনোজ।
দিল্লি বিধানসভা নির্বাচনে ৭০-এর মধ্যে মাত্র ৮টি পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বিজেপি-কে। ফলপ্রকাশের আগের দিনও ৫০টি আসন দখল করবেন বলে দাবি করেছিলেন মনোজ তিওয়ারি। কিন্তু নির্বাচনে বিপর্যয়ে পরে মেজাজ হারান তিনি। তাঁর মতে, হিংসামূলক, বিতর্কিত মন্তব্য করা উচিত হয়নি নেতাদের। মনোজের এই মন্তব্যের পরে রাজধানীতে গেরুয়া শিবিরে ফাটল বাড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Previous article“দুধের স্বাদ ঘোলে মেটানো”, ভাইয়ের তৃণমূলে যোগদান নিয়ে এ কী বললেন মান্নান!
Next articleমায়াপুরে বিশ্বের সবচেয়ে বড় মন্দিরের অন্দরসজ্জা নজর কাড়বে ভক্তদের