Sunday, November 16, 2025

‘গর্ভ সংস্কার’ কোর্সেই মিলবে অন্তঃসত্ত্বা অবস্থায় মা ও সন্তানের যত্ন নেওয়ার সব খুঁটিনাটি তথ্য

Date:

অন্তঃসত্ত্বা অবস্থায় মায়েরা কী করবেন আর কোনটা করবেন না, সে সম্পর্কে এতদিন পরামর্শ দিতেন চিকিৎসকরা। এমরকি, বয়জ্যেষ্ঠরা অন্তঃসত্ত্বা অবস্থায় সাবধনতা নেওয়ার জন্য নানা পরামর্শ দেন। তবে এবার সার্টিফিকেট কিংবা ডিপ্লোমা কোর্সের মাধ্যমেই শিখতে পারা যাবে অন্তঃসত্ত্বা অবস্থায় কী করবেন, কী করবেন না, কী পরবেন আর কী পরবেন না। মোটেই বিষয়টি কাকতালীয় নয়। দেশের মধ্যে প্রথম ‘গর্ভ সংস্কার’ কোর্স চালু হতে চলেছে উত্তরপ্রদেশের লখনউ বিশ্ববিদ্যালয়ে। মহিলা, পুরুষ উভয়ে এই কোর্স করতে পারবেন।
লখনউ বিশ্ববিদ্যালয় দাবি করেছে, গর্ভাবস্থা থেকেই মায়ের সঙ্গে সংযোগ তৈরি হয় সন্তানের। তাই তিনি যা শেখান শিশু মূলত সেটাই শেখে। একজন শিশুর সবচেয়ে বড় শিক্ষক তার মা। তাই ‘গর্ভ সংস্কার’ ডিপ্লোমা কোর্স চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহিলাদের পাশাপাশি পুরুষেরা চাইলে এই কোর্স করার সুযোগ পেতে পারেন। নয়া এই কোর্সের মাধ্যমে রীতিমতো হাতেকলমে শেখানো হবে একজন মহিলা অন্তঃসত্ত্বা অবস্থায় কী করবেন। কী করলে গর্ভস্থ সন্তানের ক্ষতি হতে পারে। এছাড়াও অন্তঃসত্ত্বা অবস্থায় প্রায় ১০ মাস সময় তাঁর কী পরা উচিত। কোন পোশাক পরলে অন্তঃসত্ত্বার নিজের কিংবা গর্ভস্থ সন্তানের সমস্যা হতে পারে, তাও শেখানো হবে ওই ডিপ্লোমা কোর্সে।
এমনকি,আচরণগত বিভিন্ন পাঠদানের পাশাপাশি পাঠ্যক্রমে থাকবে নানা নীতিশিক্ষাও। পরিবার পরিকল্পনা এবং একজন শিশুকে কীভাবে সঠিকভাবে পুষ্টির জোগান দিতে পারেন তার মা, তাও ওই কোর্সের মাধ্যমে পড়ুয়াদের শেখানো হবে।
স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডঃ শ্রাবনী বন্দ্যোপাধ্যায় বলেন, এই কোর্সের বিষয়ে বলেন, “অন্তঃসত্ত্বা অবস্থায় কী করব আর করব না, তা নিয়ে প্রত্যেকে প্রায় আলাদা আলাদা কথা বলেন। কেউ ঠিক বলেন আবার কারও কথার কোনও যুক্তি নেই। তাই কোর্সের মাধ্যমে সকলের সঠিক ধারণা তৈরি হওয়াই ভাল।”

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version