Breaking: উত্তপ্ত মৌজপুর, সংঘর্ষে মৃত্যু গোকলপুরী থানার হেড কন্সটেবলের

মৃত্যু, পাম্পে আগুন, কাঁদানে গ্যাস, ইটবৃষ্টি, ট্রাম্পের নিরাপত্তায় প্রশ্ন। মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরের মাঝেই রণক্ষেত্র রাজধানী। সিএএ সমর্থনকারীদের সঙ্গে বিরোধী বিক্ষোভকারীদে্র সঙ্গে পুলিশের সংঘর্ষে গোকলপুরী থানার হেড কন্সটেবলের মৃত্যু হন। সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ডিসিপি পদ মর্যাদার পুলিশ অফিসার। কবীরনগর, ভজনপুরায় দফায় দফায় ইট বৃষ্টি করা হয়। দফায় দফায় ইটবৃষ্টি হয় দিল্লির মৌজপুরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ছোঁড়ে।

একদিকে যখন ট্রাম্পের অভিযান যখন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোন নিয়ে সাজছে দিল্লি । তখনই আজ সোমবার সকাল থেকে উত্তর দিল্লি সংলগ্ন মৌজপুর, ভজনপুর ও জাফরাবাদ উত্তপ্ত হয়ে ওঠে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে । ইট- পাথর ছোড়াছুড়ির মাঝেই শুরু হয় গুলি চালানো । অটো- রিকশায় আগুন লাগিয়ে দেয় তারাএই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । তিনি টুইট করে উপ-রাজ্যপাল ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করেছেন । এবং দিল্লিতে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন ।

Previous articleটিওয়ালা থেকে দেশের নেতা, ট্রাম্পের ভাষায় আমার ‘টাফ’ বন্ধু
Next articleকরন জোহরের সঙ্গে দীর্ঘ বৈঠক, বড় পর্দায় মহারাজের বায়োপিক তাহলে চূড়ান্ত?