টিওয়ালা থেকে দেশের নেতা, ট্রাম্পের ভাষায় আমার ‘টাফ’ বন্ধু

একজন টিওয়ালা দেশকে নেতৃত্ব দিচ্ছেন। দারুণভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন… ট্রাম্পের এই কথায় হাততালিতে ফেটে পড়ল গুজরাটের মোতেরা স্টেডিয়াম। ঝড় উঠল। ট্রাম্পও যেন কিছুটা বিমোহিত হয়ে গেলেন। পোডিয়াম থেকে চেয়ারে বসে থাকা মোদির দিকে এগিয়ে এলেন। মোদিও উঠে দাঁড়ালেন। হাত এগিয়ে দিলেন। করমর্দন। একে অন্যের হাত ঝাঁকিয়ে দিলেন। মঞ্চের নিচে তখন হাততালি দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ মন্ত্রিসভার অন্য সদস্যরা।

মোদিকে প্রশংসায় ভরিয়ে দিয়ে ট্রাম্প তাঁর বাবার স্টেশনে কাফেটেরিয়া চালানোর অভিজ্ঞতা থেকে উঠে আসার কথা বললেন। বললেন, আমি যেমন আজকের কথা ভুলব না, তেমনি মোদির আতিথেয়তার কথাও ভুলব না। আমার বন্ধু মোদি। কিন্তু জেনে রাখুন উনি কিন্তু দারুণ ‘টাফ’। আবার দেশের জনপ্রিয় নেতা। ৬মাস আগে যেভাবে বিশালভাবে ভোটে জিতে এসেছে, তাতে এছাড়া অন্য কিছু বলা যায় না।

আরও পড়ুন-যেন কেন্দ্রের প্রকল্প ঘোষণা, ট্রাম্পের মুখে সরকারি কর্মসূচির ঢালাও ফিরিস্তি

Previous articleযেন কেন্দ্রের প্রকল্প ঘোষণা, ট্রাম্পের মুখে সরকারি কর্মসূচির ঢালাও ফিরিস্তি
Next articleBreaking: উত্তপ্ত মৌজপুর, সংঘর্ষে মৃত্যু গোকলপুরী থানার হেড কন্সটেবলের