যেন কেন্দ্রের প্রকল্প ঘোষণা, ট্রাম্পের মুখে সরকারি কর্মসূচির ঢালাও ফিরিস্তি

ভারত সরকারের ঢালাও প্রশংসা করে আমেরিকায় বসবাসকারী মার্কিন-ভারতীয়দের মন জয় করতে সচেষ্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। কারণ ওদেশে বসবাসকারী বিরাট সংখ্যক অনাবাসী ভারতীয় ভোট প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর জন্য খুবই গুরুত্বপূর্ণ। মার্কিন-ভারতীয়দের সমর্থন নিজের দিকে আনতে মোতেরার বক্তৃতায় ট্রাম্প একদিকে যেমন প্রধানমন্ত্রী মোদিকে উচ্ছ্বসিত প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, তেমনি মোদি সরকারের সরকারি কর্মসূচিগুলি উল্লেখ করে জনকল্যাণমুখী দৃষ্টিভঙ্গির প্রশস্তি করতেও ভোলেননি। ট্রাম্প বলেছেন, মোদি সরকার দেশের সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, শৌচাগার প্রকল্পকে দেশের সর্বত্র সফলভাবে বাস্তবায়িত করেছে, ইন্টারনেট পরিষেবার সুবিধা আজ ভারতের প্রত্যন্ত অঞ্চলেও পাওয়া যাচ্ছে। ট্রাম্প বলেন, একজন চাওয়ালার ছেলে যিনি নিজেও চা বিক্রি করেছেন, তিনি আজ ভারতকে নেতৃত্ব দিচ্ছেন। কারণ ভারতে সবার সুযোগ সমান। দেশের ২৭০ মিলিয়ন মানুষকে চরম দারিদ্র থেকে মুক্ত করেছে মোদি সরকার। আগামী দশ বছরের মধ্যেই এদেশে একদিকে দারিদ্র যেমন কমবে তেমনি বিশ্বের মধ্যে সর্ববৃহৎ মধ্যবিত্ত শ্রেণী তৈরি হবে ভারতে। এই কৃতিত্ব মোদি সরকারের। ডোনাল্ড ট্রাম্প যখন তথ্য-পরিসংখ্যান দিয়ে সরকারি কর্মসূচিগুলি উল্লেখ করছিলেন, তখন মনে হচ্ছিল ভারত সরকারেরই কোনও পদস্থ ব্যক্তি বুঝি কেন্দ্রের প্রকল্পগুলি ঘোষণা করছেন।

আরও পড়ুন-সন্ত্রাসে মদত বরদাস্ত নয়, পাকিস্তানকে সতর্ক করলেন ট্রাম্প

Previous articleভারতে দ্বিতীবার এসে ‘সম্মানিত’ ইভাঙ্কা, পোশাক ঘিরে বিতর্ক
Next articleটিওয়ালা থেকে দেশের নেতা, ট্রাম্পের ভাষায় আমার ‘টাফ’ বন্ধু