Monday, August 25, 2025

তৃণমূলের পথ ধরে এবার প্রতিটি পুরসভার জন্য আলাদা ইস্তেহার করছে বিজেপি

Date:

ভোট-কুশলী প্রশান্ত কিশোরের পরামর্শে কিছুদিন আগে হয়ে যাওয়া ৩ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কেন্দ্র-ভিত্তিক আলাদা আলাদা নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছিলো৷ তার সুফলও পায় ঘাসফুল শিবির৷ তিন আসনই দখলে আনে তৃণমূল৷

অনেকটা সেই পথে হেঁটেই আসন্ন পুরভোটে প্রতিটি পুরসভার জন্য আলাদা আলাদা ইস্তেহার প্রকাশ করবে বিজেপি। এ রাজ্যে বিজেপি এর আগে কখনও এমন করেনি৷ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেছেন, ‘‘প্রতিটি পুর-এলাকায় বসবাসকারী নাগরিকদের সমস্যা ও চাহিদা আলাদা। তৃণমূল নেতা তথা পুর-পদাধিকারীদের দুর্নীতি ও কেলেঙ্কারিও আলাদা। তাই পুরভোটে প্রতিটি পুরসভার জন্য এবার বিজেপি আলাদা ইস্তেহার করবে”৷ এই নেতার কথায়, “আলাদা ইস্তেহারে সংশ্লিষ্ট পুর এলাকার তৃণমূল নেতাদের বিরুদ্ধেও চার্জশিট থাকবে।’’

প্রসঙ্গত, এর আগেই বিজেপি জানিয়েছে, পুরভোটকে সামনে রেখে জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি হোয়াটসঅ্যাপ নম্বর এবং একটি ই-মেল আইডি চালু করা হবে৷ সাধারণ মানুষ ওখানে নিজেদের অভাব এবং অভিযোগ, এলাকার সমস্যা, পুলিশ বা স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগও জানাতে পারবেন। পুরসভা-ভিত্তিক ইস্তেহারে এসব অভিযোগ গুরুত্ব পাবে৷

Related articles

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...

এর থেকে বড় খুন আর কোনটা: মৃত পরিযায়ী গোলামের গ্রামে গণমঞ্চ

বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলেছে তার প্রতিবাদ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হয়েছে।...

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL)...
Exit mobile version