Wednesday, August 27, 2025

শাশ্বত প্রেমের স্মারক হিসেবে দাঁড়িয়ে বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি। পড়ন্ত রোদে সেই তাজমহল দেখলেন আমেরিকার প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি। বিখ্যাত বেঞ্চের সমানে দাঁড়িয়ে হাতে হাত রেখে চোখ রাখলেন তাজে। ঝলসে উঠল ক্যামেরা। চিরন্তন প্রেমের চিহ্ন জোড়া সমাধির থেকে অনতিদূরে তৈরি হল আরও একটু টুকরো রোমান্টিক মুহূর্ত।

সেখান থেকে ফের তাজের সৌধের দিকে এগিয়ে যান ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া। প্রথমে একজোড়া, পরে এক ঝাঁক শালিক এসে জড়ো হয় বিশ্বের ক্ষমতাশালী দম্পতির সামনে। প্রকৃতির কোলে সেই দৃশ্য উপভোগ করলেন আমেরিকার প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি।

তাঁরা সরে যেতেই স্বামী জ্যারেড কুশনারকে নিয়ে ঐতিহাসিক বেঞ্চের সামনে আসেন ইভাঙ্কা ট্রাম্প। প্রথমে একাই পোজ দেন ক্যামেরায়। এমনকী, একটি ছবির জন্য নিজের মোবাইলটিই এগিয়ে দেন ট্রাম্প-কন্যা। এখানেই মার্কিন প্রেসিডেন্টের মেয়ের সঙ্গে মিলে গেল “আমার একটা ছবি তুলে দেবেন?” বলা সব তরুণীরা। তারপরে স্বামীর বাহুলগ্না হয়েও ছবি তোলেন ইভাঙ্কা। তৈরি হয় আরও একটি রোমান্টিক ছবি।

সোমবার বিকেল ৫ টা নাগাদ তাজমহলে পৌঁছন ট্রাম্প দম্পতি। পড়ন্ত রোদে তাজ দর্শন করবেন বলে ইচ্ছে প্রকাশ করেছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া। সেই মতো গোধূলি আলোয় তাজমহল ঘুরে দেখেন ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্প। শুধু সৌন্দর্য উপভোগই নয়, তাজমহলের ইতিহাস মন দিয়ে শোনেন তাঁরা। ৩৬ ঘণ্টার ভারত সফরের মধ্যে পাক্কা একঘণ্টা তাজমহলের জন্য রেখেছিলেন ট্রাম্প দম্পতি। আর সেই তাজ-দর্শনে মুহূর্তেরা তৈরি হল মুহূর্তের জন্য।

আরও পড়ুন-ভারত-আমেরিকার সম্পর্কের আধার বিশ্বাস, ধন্যবাদ জ্ঞাপনে জানালেন মোদি

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version