Wednesday, November 12, 2025

কলকাতার প্রায় ৪০ তৃণমূল-কাউন্সিলর নানা কারণে এবার বাদ পড়ছেন, জল্পনা তুঙ্গে

Date:

দিনক্ষন ঘোষণা এখনও হয়নি, তবুও কলকাতা পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা প্রায় তৈরি৷ সামান্য কয়েকটি ওয়ার্ড নিয়ে এখনও আলোচনা চলছে৷ দলের প্রার্থী বাছাই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ১৪৪টি ওয়ার্ডের জন্য ভোট-কুশলী প্রশান্ত কিশোরের টিমের তৈরি করা আলাদা আলাদা সমীক্ষা রিপোর্ট৷ ‘টিম-পিকে’ করা এই সমীক্ষায় ওয়ার্ডের সমস্যা সমাধানে কাউন্সিলরের ভূমিকা এবং কাউন্সিলরের ভাবমূর্তির দিকেই নজর দেওয়া হয়েছে৷ তৃণমূল সূত্রের খবর, এই সমীক্ষা- রিপোর্টের সঙ্গেই প্রশান্ত কিশোর ওয়ার্ডপিছু তিনটি করে নাম প্রার্থী হিসাবে সুপারিশ করেছেন৷ অগ্রাধিকারের ভিত্তিতেই তিনটি নাম দেওয়া হয়েছে৷ দলীয় প্রার্থী বাছাইয়ে তৃণমূল হাই-কম্যাণ্ড পিকে-র এই তালিকাকেই প্রাধান্য দিয়েছে৷
এদিকে পিকে-র এই সমীক্ষা-রিপোর্ট নিয়ে

কার্যত ‘আতঙ্কে’ দিন কাটাচ্ছে তৃণমূল কাউন্সিলর-শিবির৷ কার নাম আছে, আর কারা বাদ গিয়েছে, সেই জল্পনাতেই এখন ফুটছে তৃণমূল৷ সূত্রের খবর, তৃণমূলের প্রার্থী তালিকা থেকে প্রাথমিক বাছাইয়ে বাদ গিয়েছে বেশ কয়েকজন কাউন্সিলর ৷ তবে ভাবমূর্তিজনিত কারনে সবাই বাদ পড়েননি৷ এদের মধ্যে আছেন প্রবীন এবং আর প্রার্থী হতে অনিচ্ছুকদের নামও৷ আছেন সংরক্ষণের কারণে বাদ পড়ারাও৷ শোনা যাচ্ছে, নির্বাচিত এমন কাউন্সিলরও বাদ পড়ছেন, যারা গত তিনবার নির্বাচিত হয়েছেন৷ সূত্রের খবর, কলকাতা পুরভোটে তৃণমূলের প্রায় ৪০ জন নির্বাচিত কাউন্সিলর একাধিক কারনে এবার প্রার্থী হতে পারছেন না৷

আরও পড়ুন-কলকাতার জটিলতা কাটাতে আজ ও কাল জরুরি বৈঠকে তৃণমূল

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version