Saturday, November 1, 2025

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবার হেরেছে ভারত৷ সোমবার বেসিন রিজার্ভে কিউয়িবাহিনীর কাছে ১০ উইকেটে পর্যুদস্ত হয়েছে টিম ইন্ডিয়া৷এরপরই বিরাটদের আত্মসমর্পণের সমালোচনা করেন প্রাক্তনরা৷ এবার মুখ খুললেন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিলদেব৷বিরাটের দল নির্বাচন নিয়েই প্রশ্ন তুললেন তিনি৷প্রথম একাদশে বার বার পরিবর্তন, ফর্মে থাকা ক্রিকেটারকে বাইরে রেখে টেস্ট ম্যাচের দলগঠনে বিরক্ত দেশের প্রাক্তন অধিনায়ক কপিলদেব।
বিস্মিত কপিল বলেছেন, দলে কেন এত পরিবর্তন? দল এমনভাবে তৈরি করা হোক, যাতে ক্রিকেটাররা আত্মবিশ্বাস পায়। একাধিক পরিবর্তনের কোনও অর্থই নেই। টিম ম্যানেজমেন্ট ফরম্যাট ভিত্তিক ক্রিকেটারদের দলে নেওয়ার পক্ষপাতী। লোকেশ রাহুল দারুণ ফর্মে ছিল। কিন্তু টেস্ট সিরিজে ওকে বাইরে রেখেই দল তৈরি হচ্ছে। কোনও ক্রিকেটার যখন ফর্মে রয়েছে, তখন তো তাকে খেলানোই উচিত।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে রাহুল ২২৪ রান করেন।ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ থেকে রাহুলের সংগ্রহ ২০৪ রান। এই পারফরম্যান্সের পরেও রাহুলের জায়গা হয়নি টেস্ট সিরিজে। কিউয়িদের সামনে দাঁড়াতেই পারেনি ভারতীয় দল।
কপিল বলেছেন, আমরা যদি ম্যাচটা খুব ভাল করে বিশ্লেষণ করি, তা হলে বলব দলে এতগুলো পরিবর্তন কেন আনা হচ্ছে। প্রতিটি ম্যাচেই নতুন দল খেলতে নামছে। দলে কারওরই জায়গা পাকা নয়। কারওর জায়গা যদি দলে নিশ্চিত না হয়, তা হলে তা সংশ্লিষ্ট ক্রিকেটারের ফর্মকেই প্রভাবিত করে।
ভারতের ব্যাটিংয়ে গভীরতা রয়েছে। বিরাট কোহালি, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানের মতো ব্যাটসম্যান আছে দলে। কপিল বলেছেন, ব্যাটিং অর্ডারে বড় বড় সব নাম। দুটো ইনিংসে যদি দুশো রানও না হয়, তা হলে জেতা সম্ভব নয়।


Related articles

ভারতের শক্তি ব্যাটিং, দুর্বলতা ফিল্ডিংয়ে, পিছিয়ে নেই দক্ষিণ আফ্রিকাও

আগামীকাল মহিলাদের একদিনের বিশ্বকাপের মেগা ফাইনাল। প্রথমবার বিশ্বকাপ জয়ের হাতছানি দুই দলের সামনে। শক্তির নিরিখে এগিয়ে কারা? তুলে...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২১৫৫ ₹ ১২১৫৫০ ₹ খুচরো পাকা সোনা ১২২১৫...

স্কুলের পরে করুন SIR ডিউটি! কমিশনের হঠকারিতায় বিক্ষোভে BLO-রা

আশঙ্কাকে সত্যি করে তড়িঘড়ি দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা। এই ঘোষণা যে কতটা অপরিকল্পিত তা...

SIR ঘোষণার পরে মৃত্যুমিছিল, পথে নেমে প্রতিবাদে মমতা-অভিষেক

মঙ্গলবারই পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া চলাকালীন রাজ্য দুজনের প্রাণহানি হয়েছে। আরও একজন আত্মহত্যার চেষ্টা...
Exit mobile version