Wednesday, November 5, 2025

দিল্লির সরকারি স্কুলে মার্কিন ফার্স্ট লেডি, শুভেচ্ছা কেজরিওয়ালের

Date:

সোমবার ভারতের মাটিতে পা রেখেছেন সস্ত্রীক ডোনল্ড ট্রাম্প। মঙ্গলবার সফরের দ্বিতীয় দিনে দিল্লির একটি সরকারি স্কুলে যান মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। দক্ষিণ দিল্লির মোতিবাগের ওই স্কুলে ‘‘হ্যাপিনেস ক্লাস’’-এ অংশ নেন তিনি। ৪৫ মিনিটের এই ক্লাসে পড়ুয়ারা ধ্যান এবং মনোসংযোগ করে। তাদের সঙ্গে সময় কাটান ট্রাম্প পত্নী। স্কুলে তাঁকে শুভেচ্ছা জানান, শিক্ষক থেকে পড়ুয়া সকলেই। রাজস্থানের লোকগীতি এবং পাঞ্জাবি নৃত্যের অনুষ্ঠানের আয়োজন করা হয় ওই স্কুলে।
মেলানিয়া ট্রাম্পকে স্বাগত জানিয়ে এদিন সকালে টুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি লেখেন, ‘‘মেলানিয়া ট্রাম্প আজ দিল্লির স্কুলে হ্যাপিনেস ক্লাসে যোগ দেবেন। শিক্ষক, পড়ুয়া এবং দিল্লিবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন। বহু শতাব্দী ধরে ভারত সারা বিশ্বকে আধ্যাত্মিক শিক্ষা দিয়েছে। দিল্লির স্কুল থেকে খুশির বার্তা নিয়ে তিনি ফিরবেন এটা খুব আনন্দের।’’

এদিন মেলানিয়া ট্রাম্প বলেন, ‘‘স্কুলে পঠনপাঠনের ধরন দেখে আমি আপ্লুত। গল্প, প্রকৃতির মাধ্যমে ওরা লেখাপড়া করছে। এর থেকে ভালো উপায় হতে পারে না। এই পদ্ধতি আমাকে অনুপ্রাণিত করেছে। আমাকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ।’’

আরও পড়ুন-দ্বিপাক্ষিক বৈঠক শুরুর আগে মোদি-ট্রাম্পের যৌথ বিবৃতি

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version