হায়দরাবাদ হাউসে মোদি-ট্রাম্পের বৈঠকে নজর

দিল্লির হায়দরাবাদ হাউসে নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের হাইপ্রোফাইল বৈঠক শুরু হয়েছে। বৈঠকে উপস্থিত থাকবে ভারত-মার্কিন উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও। আজকের বৈঠকে পাঁচটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা। বাণিজ্য ও প্রতিরক্ষায় অগ্রাধিকার থাকবে। এই উপমহাদেশে ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। মার্কিন প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকে সম্ভাব্য আলোচ্যসূচির মধ্যে থাকছে প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি ও 3 বিলিয়ন ডলারের সামরিক চুক্তি, ভারতে আমদানি শুল্ক , শক্তি ক্ষেত্রে সহযোগিতা, মহাকাশ গবেষণা ইত্যাদি। বৈঠক শেষে বিবৃতি দেবেন দুই রাষ্ট্রপ্রধান।

আরও পড়ুন-অমিত শাহের ডাকা বৈঠকে যোগ দিতে ভুবনেশ্বরে মমতা

Previous articleশীঘ্রই হাসপাতাল থেকে ছুটি পেতে চলেছে পোলবা পুলকার দুর্ঘটনায় জখম দিব্যাংশু
Next articleদিল্লির হিংসায় মৃত্যু বেড়ে ৭, অমিত শাহর সঙ্গে বৈঠকে কেজরি