Friday, August 22, 2025

মৃতের সংখ্যা ১৭, ট্রাম্পের সফর শেষ হতেই কড়া দিল্লি পুলিশ, মধ্যরাতে হাইকোর্টের জরুরি নির্দেশ

Date:

নাগরিকত্ব ইস্যুতে প্রতিবাদ থেকে কার্যত সাম্প্রদায়িক হিংসার চেহারা নেওয়া দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে হল ১৭। আহতের সংখ্যা প্রায় ১৬০। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। দিল্লির সাতটি জায়গায় কার্ফু জারি হয়েছে। নামানো হয়েছে চার হাজারের বেশি পুলিস। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সফর শেষ হতেই রাজধানীর সংঘর্ষ কড়া হাতে দমন করতে সক্রিয় দিল্লি পুলিস। কার্ফু জারি থাকা উত্তর পূর্ব দিল্লির চারটি জায়গায় দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। মাইকে তার প্রচারও চলছে। দিল্লি পুলিসের সঙ্গে কথা বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পরিস্থিতির গুরুত্ব অনুভব করে মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে শুনানি চলে দিল্লি হাইকোর্টে। দুই বিচারপতির বেঞ্চ মধ্যরাতের অর্ডারে জানিয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করার জন্য সেফ প্যাসেজ করে দিতে হবে। আহতদের চিকিৎসা মূলত চলছে গুরু তেগ বাহাদুর হাসপাতাল ও লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে। দিল্লি হাইকোর্টে দিল্লির হিংসা নিয়ে ফের শুনানি বুধবার দুপুরে।

এদিকে হিংসার এই আবহে রাজধানীর উত্তর পূর্বাঞ্চলে বুধবারের নির্ধারিত সিবিএসই পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। বন্ধ থাকছে সমস্ত সরকারি স্কুল। অগ্নিগর্ভ পরিস্থিতি সামলাতে মঙ্গলবারই সিআরপিএফের দায়িত্বে থাকা দক্ষ পুলিস অফিসার এসএন শ্রীবাস্তবকে দিল্লির বিশেষ পুলিস কমিশনার পদে নিয়োগ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বুধবারের কেরালা সফর বাতিল করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার বেশি রাতে নিজের বাড়িতে পুলিসের উচ্চপদস্থ কর্তাদের নিয়ে বৈঠক করছেন তিনি। দিল্লির উত্তর পূর্বের সীমান্ত সিল করা হয়েছে। পশ্চিম উত্তরপ্রদেশের ছটি জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version