Tuesday, May 6, 2025

মৃতের সংখ্যা ১৭, ট্রাম্পের সফর শেষ হতেই কড়া দিল্লি পুলিশ, মধ্যরাতে হাইকোর্টের জরুরি নির্দেশ

Date:

নাগরিকত্ব ইস্যুতে প্রতিবাদ থেকে কার্যত সাম্প্রদায়িক হিংসার চেহারা নেওয়া দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে হল ১৭। আহতের সংখ্যা প্রায় ১৬০। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। দিল্লির সাতটি জায়গায় কার্ফু জারি হয়েছে। নামানো হয়েছে চার হাজারের বেশি পুলিস। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সফর শেষ হতেই রাজধানীর সংঘর্ষ কড়া হাতে দমন করতে সক্রিয় দিল্লি পুলিস। কার্ফু জারি থাকা উত্তর পূর্ব দিল্লির চারটি জায়গায় দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। মাইকে তার প্রচারও চলছে। দিল্লি পুলিসের সঙ্গে কথা বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পরিস্থিতির গুরুত্ব অনুভব করে মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে শুনানি চলে দিল্লি হাইকোর্টে। দুই বিচারপতির বেঞ্চ মধ্যরাতের অর্ডারে জানিয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করার জন্য সেফ প্যাসেজ করে দিতে হবে। আহতদের চিকিৎসা মূলত চলছে গুরু তেগ বাহাদুর হাসপাতাল ও লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে। দিল্লি হাইকোর্টে দিল্লির হিংসা নিয়ে ফের শুনানি বুধবার দুপুরে।

এদিকে হিংসার এই আবহে রাজধানীর উত্তর পূর্বাঞ্চলে বুধবারের নির্ধারিত সিবিএসই পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। বন্ধ থাকছে সমস্ত সরকারি স্কুল। অগ্নিগর্ভ পরিস্থিতি সামলাতে মঙ্গলবারই সিআরপিএফের দায়িত্বে থাকা দক্ষ পুলিস অফিসার এসএন শ্রীবাস্তবকে দিল্লির বিশেষ পুলিস কমিশনার পদে নিয়োগ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বুধবারের কেরালা সফর বাতিল করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার বেশি রাতে নিজের বাড়িতে পুলিসের উচ্চপদস্থ কর্তাদের নিয়ে বৈঠক করছেন তিনি। দিল্লির উত্তর পূর্বের সীমান্ত সিল করা হয়েছে। পশ্চিম উত্তরপ্রদেশের ছটি জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Related articles

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...

দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী পর্দার ‘বিনোদিনী’, রুক্মিণীকে শুভেচ্ছা দেবের

বাংলার নাট্য সম্রাজ্ঞীর জীবনকে বড়পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে দর্শকের প্রশংসা করিয়েছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এবার 'বিনোদিনী, একটি নটীর...

চেনা মেজাজে মুখ্যমন্ত্রী, বহরমপুরে আচমকা ঢুকলেন প্রতিমাশিল্পীর বাড়ি

জনসংযোগ জননেত্রীর। বালিগঞ্জ হোক কিংবা বহরমপুর মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গাতেই মিশে যান মানুষের ভিড়ে। মানুষের ঘরে। হ্যাঁ, ঘরে।...
Exit mobile version