Friday, August 22, 2025

মৃতের সংখ্যা ১৭, ট্রাম্পের সফর শেষ হতেই কড়া দিল্লি পুলিশ, মধ্যরাতে হাইকোর্টের জরুরি নির্দেশ

Date:

নাগরিকত্ব ইস্যুতে প্রতিবাদ থেকে কার্যত সাম্প্রদায়িক হিংসার চেহারা নেওয়া দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে হল ১৭। আহতের সংখ্যা প্রায় ১৬০। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। দিল্লির সাতটি জায়গায় কার্ফু জারি হয়েছে। নামানো হয়েছে চার হাজারের বেশি পুলিস। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সফর শেষ হতেই রাজধানীর সংঘর্ষ কড়া হাতে দমন করতে সক্রিয় দিল্লি পুলিস। কার্ফু জারি থাকা উত্তর পূর্ব দিল্লির চারটি জায়গায় দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। মাইকে তার প্রচারও চলছে। দিল্লি পুলিসের সঙ্গে কথা বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পরিস্থিতির গুরুত্ব অনুভব করে মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে শুনানি চলে দিল্লি হাইকোর্টে। দুই বিচারপতির বেঞ্চ মধ্যরাতের অর্ডারে জানিয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করার জন্য সেফ প্যাসেজ করে দিতে হবে। আহতদের চিকিৎসা মূলত চলছে গুরু তেগ বাহাদুর হাসপাতাল ও লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে। দিল্লি হাইকোর্টে দিল্লির হিংসা নিয়ে ফের শুনানি বুধবার দুপুরে।

এদিকে হিংসার এই আবহে রাজধানীর উত্তর পূর্বাঞ্চলে বুধবারের নির্ধারিত সিবিএসই পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। বন্ধ থাকছে সমস্ত সরকারি স্কুল। অগ্নিগর্ভ পরিস্থিতি সামলাতে মঙ্গলবারই সিআরপিএফের দায়িত্বে থাকা দক্ষ পুলিস অফিসার এসএন শ্রীবাস্তবকে দিল্লির বিশেষ পুলিস কমিশনার পদে নিয়োগ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বুধবারের কেরালা সফর বাতিল করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার বেশি রাতে নিজের বাড়িতে পুলিসের উচ্চপদস্থ কর্তাদের নিয়ে বৈঠক করছেন তিনি। দিল্লির উত্তর পূর্বের সীমান্ত সিল করা হয়েছে। পশ্চিম উত্তরপ্রদেশের ছটি জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Related articles

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...
Exit mobile version