Saturday, August 23, 2025

রাস্তা ঘাটে বিপদে পড়েছেন? বাঁচাতে পারে কানের ঝুমকো জোড়া। অবাক হচ্ছেন? এটাই সত্যি। তেমনি এক ‘স্মার্ট কানের দুল’ আবিষ্কার করেছেন বারাণসীর অশোক ইনস্টিটিউটে রিসার্চ অ্যান্ড ডেভালপমেন্ট বিভাগের গবেষক শ্যাম চৌরাসিয়া।
একে অবশ্য ঝুমকো কানের দুল না বলে ঝুমকো বন্দুক বলাই ভাল। এই অলঙ্কার প্রয়োজনে গুলিও ছুড়তে জানে। ধর্ষকদের বাগে পেলে মোকাবিলা করতে পারে এই অভিনব গয়না।
শ্যাম চৌরাসিয়ার দাবি, দেশ জুড়ে বাড়তে থাকা ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা যাতে প্রতিরোধ করা যায় তার লক্যোরই এই গয়না প্রস্তুত করা হয়েছে। এই ঝুমকো ইভটিজার থেকে ধর্ষকদের সরাসরি মোকাবিলা করার অস্ত্র। দেখতেও মন্দ নয়। তবে এই কানের দুল সুন্দর তার রূপে, কাজেও ভয়ঙ্কর তেমনই। বিপদ বুঝলেই এই ঝুমকো থেকে লঙ্কাগুঁড়োর গুলি বেরোবে। এই স্মার্ট ঝুমকোর নির্মাতা শ্যাম চৌরাসিয়া জানিয়েছেন, স্মার্ট ঝুমকোর বন্দুক দিয়ে দুষ্কৃতীদের দিকে লাল আর সবুজ লঙ্কাগুঁড়োর বুলেট ছোঁড়া যাবে। এই ঝুমকোর আর একটা বৈশিষ্ট্য হল ১০০ এবং ১১২ নম্বরে ডায়ালেও করে দেবে। মোবাইল ফোনের সঙ্গে কানেক্ট করা থাকায় ব্যবহারকারী বোতাম টিপলেই ১১২ এবং ১০০ এই দুই এমারজেন্সি নম্বরে ফোন চলে যাবে।
জানা গিয়েছে এই দুল যে কোনও মোবাইলের ব্লুটুথের সঙ্গে সংযোগ করা যাবে। বিশেষ পরিস্থিতিতে এই কানের দুল হাতে নিয়েও মোকাবিলা করা যাবে। এক ঘণ্টা চার্জেই এক সপ্তাহ দিব্যি চলবে স্মার্ট ঝুমকো।
চার মাস ধরে এই বিশেষ ঝুমকো হাতিয়ার তৈরি করেছেন শ্যাম চৌরাসিয়া। এর ওজনও খুব বেশি নয়, ৪৫ গ্রাম ওজনের এই ঝুমকো ৩ ইঞ্চি লম্বা। এর ডিভাইসে ৩টি ৭০ ভোল্টের ব্যাটারি এবং ২টি সুইচ রয়েছে। প্রথম সুইচ এই বন্দুকের ট্রিগার এবং দ্বিতীয় সুইচে ১১২ এবং ১০০ নম্বরে ফোন যাবে। এই এক জোড়া ঝুমকো তৈরিতে খরচ পড়েছে মাত্র ৪৫০ টাকা।

আরও পড়ুন-আমার ভাই ও বোনেদের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানাচ্ছি”, টুইট-বার্তা প্রধানমন্ত্রী’র

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...
Exit mobile version