Monday, November 10, 2025

অধীর চৌধুরীর তৎপরতায় দিল্লি থেকে ফিরছেন বাংলার ১১শ্রমিক, অনুঘটক অনির্বাণ মাইতি

Date:

রাজধানীর মৃত্যুপুরী থেকে বাংলার ১১জন শ্রমিক ফিরছেন ঘরে। উদ্ধারকর্তা কংগ্রেস সাংসদ অধীনরঞ্জন চৌধুরী। সহযোগী তরুণ ফিল্ম এডিটর অনির্বাণ মাইতি। বুধবার রাতেই অধীর চৌধুরী নিজে উপস্থিত থেকে এই ১১জনকে কলকাতাগামী ট্রেনে তুলে দেন। ঘরের ছেলেদের ঘরে ফেরার খবরে স্বস্তিতে মুর্শিদাবাদের নওদার গ্রাম।

উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার জেরে টানা চারদিন একটি গোডাউনে লুকিয়ে ছিলেন মুর্শিদাবাদের নওদা থেকে রাজধানীতে কাজে যাওয়া ১১ শ্রমিক। সোমবার থেকে কোনও খাবার জোটেনি তাঁদের। বুধবার রাতে তাঁদের উদ্ধার করে ট্রেনে তুলে দেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরী। আর এই ঘটনায় অনুঘটকের ভূমিকায় বাংলা আরেক যুবক অনির্বাণ। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় তিনি একটি মেসেজ পান। সেখানে আটকে থাকা এক শ্রমিক তাঁদের উদ্ধারের আবেদন জানান। বার্তার সঙ্গে একটি ফোন নম্বরও পাঠান তিনি।

সেই বার্তা পেয়ে দিল্লিবাসী দুই বন্ধু সংযুক্তা চক্রবর্তী ও পার্থ সাহার সঙ্গে যোগাযোগ করেন অনির্বাণ মাইতি। শ্রমিকদের দেওয়া ফোন নম্বরে যোগযোগ করে জানা যায়, সে সংস্থায় ওই ১১জন কাজ করেন, তার মালিকই তাঁদের ওই গোডাউনে লুকিয়ে থাকতে বলেন। আর বাইরে যেতে তাঁদের নিষেধ করা হয়। কিন্তু খাবার ব্যবস্থা করতে পারেননি ওই মালিক। এই শ্রমিকরা মুর্শিদাবাদের বাসিন্দা জেনে সংযুক্তা ও পার্থ যোগাযোগ করেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীর সঙ্গে। কলকাতা থেকে অনির্বাণও সাংসদের সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করেন। তৎপর হন অধীর।

শুধু ১১জন শ্রমিকই নয়, রাজধানীতে আর কোথাও এরাজ্যের কেউ আটকে আছেন কি না তা জানতে সাংসদের অফিস থেকে স্থানীয় বাঙালি অ্যাসোসিয়েশন ও দিল্লি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

আরও পড়ুন-নিজেদের কাউন্সিলারের বিরুদ্ধে অভিযোগ এড়িয়ে পুলিশের নার্কো টেস্টের আজব দাবি আপ বিধায়কের!

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version