Saturday, August 23, 2025

অধীর চৌধুরীর তৎপরতায় দিল্লি থেকে ফিরছেন বাংলার ১১শ্রমিক, অনুঘটক অনির্বাণ মাইতি

Date:

রাজধানীর মৃত্যুপুরী থেকে বাংলার ১১জন শ্রমিক ফিরছেন ঘরে। উদ্ধারকর্তা কংগ্রেস সাংসদ অধীনরঞ্জন চৌধুরী। সহযোগী তরুণ ফিল্ম এডিটর অনির্বাণ মাইতি। বুধবার রাতেই অধীর চৌধুরী নিজে উপস্থিত থেকে এই ১১জনকে কলকাতাগামী ট্রেনে তুলে দেন। ঘরের ছেলেদের ঘরে ফেরার খবরে স্বস্তিতে মুর্শিদাবাদের নওদার গ্রাম।

উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার জেরে টানা চারদিন একটি গোডাউনে লুকিয়ে ছিলেন মুর্শিদাবাদের নওদা থেকে রাজধানীতে কাজে যাওয়া ১১ শ্রমিক। সোমবার থেকে কোনও খাবার জোটেনি তাঁদের। বুধবার রাতে তাঁদের উদ্ধার করে ট্রেনে তুলে দেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরী। আর এই ঘটনায় অনুঘটকের ভূমিকায় বাংলা আরেক যুবক অনির্বাণ। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় তিনি একটি মেসেজ পান। সেখানে আটকে থাকা এক শ্রমিক তাঁদের উদ্ধারের আবেদন জানান। বার্তার সঙ্গে একটি ফোন নম্বরও পাঠান তিনি।

সেই বার্তা পেয়ে দিল্লিবাসী দুই বন্ধু সংযুক্তা চক্রবর্তী ও পার্থ সাহার সঙ্গে যোগাযোগ করেন অনির্বাণ মাইতি। শ্রমিকদের দেওয়া ফোন নম্বরে যোগযোগ করে জানা যায়, সে সংস্থায় ওই ১১জন কাজ করেন, তার মালিকই তাঁদের ওই গোডাউনে লুকিয়ে থাকতে বলেন। আর বাইরে যেতে তাঁদের নিষেধ করা হয়। কিন্তু খাবার ব্যবস্থা করতে পারেননি ওই মালিক। এই শ্রমিকরা মুর্শিদাবাদের বাসিন্দা জেনে সংযুক্তা ও পার্থ যোগাযোগ করেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীর সঙ্গে। কলকাতা থেকে অনির্বাণও সাংসদের সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করেন। তৎপর হন অধীর।

শুধু ১১জন শ্রমিকই নয়, রাজধানীতে আর কোথাও এরাজ্যের কেউ আটকে আছেন কি না তা জানতে সাংসদের অফিস থেকে স্থানীয় বাঙালি অ্যাসোসিয়েশন ও দিল্লি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

আরও পড়ুন-নিজেদের কাউন্সিলারের বিরুদ্ধে অভিযোগ এড়িয়ে পুলিশের নার্কো টেস্টের আজব দাবি আপ বিধায়কের!

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version