সোশ্যাল মিডিয়ায় সিএএ বিরোধী ছবি পোস্ট, দেশ ছাড়ার নির্দেশ বাংলাদেশী ছাত্রীকে

সোশ্যাল মিডিয়ায় সিএএ বিরোধী অন্দোলনের ছবি পোস্ট করেছিলেন তিনি। এর জেরে বিশ্বভারতীতে পাঠরতা বাংলাদেশী ছাত্রীকে ১৫ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পড়ুয়ার কাছে সেই নির্দেশ গিয়েছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে। নির্দেশ পেয়ে দুশ্চিন্তায় আফসারা আনিকা মিম নামে ওই ছাত্রী।

বাংলাদেশের কুষ্টিয়ার বাসিন্দা আফসারা বিশ্বভারতীর কলাভবনের ডিজাইনিংয়ের স্নাতকস্তরে প্রথমবর্ষের পড়ুয়া। অভিযোগ, বিশ্বভারতীতে সিএএ বিরোধী আন্দোলনরত সহপাঠীদের ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তারপর সেই পোস্ট নিয়ে ট্রোল হয়। সংবাদমাধ্যমকে ওই ছাত্রী জানান, ট্রোলের পরে ভয় পেয়ে ওই ফেসবুক একাউন্ট তিনি ডিএক্টিভেট করে দেন। এরপরে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে তাঁকে দেশবিরোধী তকমা দেওয়া হয়। সম্ভবত সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে ভারত ছাড়তে বলা হয়েছে বলে মনে করছেন আফসারা। চিঠি পেয়ে দিশাহারা ওই ছাত্রী।
সূত্রের খবর, ১৪ ও ১৯ ফেব্রুয়ারি তাঁকে ইমেল মারফত আফসারার কৈফিয়ত তলব করা হয়। ২৪ তারিখের মধ্যে দেখা করতে বলা হয় তাঁকে। তারপর দেওয়া হয় এই চিঠি। সূত্রর খবর, তাঁর কার্যকলাপকে “ভিসা আইনের” পরিপন্থী হিসেবে দেখছে সংশ্লিষ্ট দফতর। বিশ্বভারতী জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকারের সঙ্গে ফোন যোগাযোগ করার চেষ্টা হলেও কোন উত্তর পাওয়া যায়নি।
এবিষয়ে বাংলাদেশের আর এক পড়ুয়া জানান, ভিসা দেওয়ার সময়ই বলে দেওয়া হয়, কোন রাজনৈতিক কার্যকলাপে যুক্ত থাকা যাবে না। সংশ্লিষ্ট দফতরে ফের আবেদনের পাশাপাশি আইনি পরামর্শ নিতে পারেন আফসারা।