কালো পতাকা দেখিয়ে অমিত শাহকে স্বাগত জানাবে SFI-DYFI

নরেন্দ্র মোদির পর এবার অমিত শাহ!

আগামী ১ মার্চ কলকাতার শহিদ মিনারে সভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে থাকার কথা জেপি নাড্ডারও৷ ওই দিন শাহকে কালো পতাকা দেখাবে সিপিএমের ছাত্র-যুবরা। একইসঙ্গে বামনেতৃত্ব প্রশ্ন তুলেছে, কীভাবে অমিত শাহকে সভার অনুমতি দেওয়া হল, তা নিয়েও৷ প্রসঙ্গত, দু’দিনের সফরে রাজ্যে এসেছিলেন নরেন্দ্র মোদি। তখন রাস্তায় নেমে কালো পতাকা, প্ল্যাকার্ড, ব্যানার হাতে নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন বাম ও অতি-বাম ছাত্রযুবরা।

এবার অমিত শাহের পালা৷ তিনি আসছেন ১ মার্চ। কলকাতার শহিদ মিনারে তাঁর সভা। SFI-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেছেন,”কালো পতাকা দেখিয়ে ‘দাঙ্গাবাজ’ অমিত শাহকে স্বাগত জানানো হবে। ওনাকে কলকাতায় এলে ভয়ে ভয়ে থাকতে হবে। পথ পরিবর্তন করতে হবে৷ কলকাতার মাটিতে অমিত শাহকে ধর্মের রাজনীতি করতে দেওয়া হবে না।” DYFI রাজ‍্য সম্পাদক সায়নদীপ মিত্রের বলেছেন, “দিল্লিতে শান্তির বার্তা নিয়ে এবং কাজের দাবিতে ২৮ ফেব্রুয়ারি যাচ্ছে DYFI-এর পশ্চিমবঙ্গ কমিটি । দিল্লির আগুন নেভাতে যাচ্ছি আমরা। পুলিশ আটকাতে পারবে না। নরেন্দ্র মোদিকে যেভাবে বাংলায় স্বাগত জানানো হয়েছিল, সেই ভাষাতেই অমিত শাহকে স্বাগত জানানো হবে।”

ওদিকে, দিল্লির হিংসার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীকেই দায়ী করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বলেছেন,”২০০২ সালের নায়করাই এসব করছেন। এরাই প্রোমোশন পেয়ে এখন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। সারাদেশে গুজরাট মডেল চালাতে চাইছে।”

আরও পড়ুন-হিংসায় মৃত-আহতদের পরিবারকে দিল্লি সরকারের আর্থিক সহায়তা

Previous articleহিংসায় মৃত-আহতদের পরিবারকে দিল্লি সরকারের আর্থিক সহায়তা
Next articleকরোনা- আতঙ্কে ‘উমরাহ-হজ’ ভিসা বন্ধ করলো সৌদি আরব