Saturday, January 31, 2026

তদন্তে তাহিরের বাড়িতে সিট, নিজেকে নির্দোষ বলে ভিডিও-তে দাবি আপ নেতার, সমর্থন জাভেদ আখতারের

Date:

Share post:

দিল্লি হিংসায় নাম জড়িয়েছে আম আদমি পার্টি নেতা তাহির হুসেনের। তাঁর প্ররোচনাতেই আইবি অফিসার অঙ্কিত শর্মাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। এমনকী, ছেলের মৃত্যুর জন্য আপ নেতা তাহির হুসেনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অঙ্কিতের বাবা রবীন্দ্র শর্মা। ছেলের মৃত্যুর জন্য দায়ী করে তাহির হুসেনেরই নামে এফআইআর দায়ের করেন তিনি। বৃহস্পতিবার, দিল্লির ঘটনার তদন্তে গঠিত সিট যায় তাহিরের বাড়িতে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক দলও।
যদিও এদিন একটি ভিডিওতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন তাহির হুসেন। ওই ভিডিওতে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যে। তাহিরের অভিযোগ, কপিল মিশ্রর উস্কানিমূলক কথার পরেই গোলমাল শুরু হয়েছে।
তাহিরের অভিযোগ, বুধবার কয়েকজন তাঁর বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকেন। তাঁরা ছাদে উঠে যান। তিনি পুলিশকে ডেকে তাঁদের ছাদ থেকে নেমে যেতে বলেন। তখন তোলা ভিডিওতে হয়তো তাঁকে দেখা গিয়েছে। পুলিশ চলে যাওয়ার পরে ফের তাঁর বাড়িতে ফের অনেকে চড়াও হয়ে ছাদে ওঠে বলে অভিযোগ আপ নেতার। তিনি হিন্দু-মুসলিমের একতার জন্য কাজ করেছেন বলে জানান তাহির।
পুলিশ সূত্রে খবর, তাহির হুসেনকে লাগাতার জেরা করা হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৫, ৩০২, ২০১ ও ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে এই ঘটনায় তাহির হুসেনের পাশে দাঁড়িয়েছেন কবি, গীতিকার জাভেদ আখতার। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “দিল্লি যখন জ্বলছে, একের পর এক মানুষের প্রাণ যাচ্ছে, দোকানে লুট চলছে, সেই সময় দিল্লি পুলিস একটি বাড়ির সামনে দাঁড়িয়ে খুঁজছে বাড়ির মালিককে। কারণ, তাঁর নাম তাহির। দিল্লি পুলিসের এই আগ্রহকে কুর্নিশ”। আইবি অফিসার অঙ্কিত শর্মার মৃত্যুতে আপ বিধায়ক তাহির হুসেনের নাম জড়ানো প্রসঙ্গে এই মন্তব্য করেন জাভেদ আখতার। তবে, তাঁর মন্তব্যের পক্ষে-সপক্ষে দ্বিধাবিভক্ত নেটিজেনরা।

spot_img

Related articles

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...