Wednesday, November 19, 2025

কলকাতার পুরভোট কড়া নাড়ছে, কিন্তু এখনও জানা যাচ্ছে না মোট ভোটার কত !

Date:

কলকাতা পুরভোট দোরগড়ায়৷ যে কোনও মুহুর্তেই ভোটের বিজ্ঞপ্তি জারি করতে পারে রাজ্য নির্বাচন কমিশন৷ রাজনৈতিক দলগুলিও ভোট নিয়ে সলতে পাকানোর পর্ব চালিয়ে যাচ্ছে৷
অথচ এখনও কেউই জানেনা কলকাতা পুরসভা এলাকায় মোট ভোটারের সংখ্যা কত ?

বৃহস্পতিবার কমিশন রাজ্যের নতুন ভোটার তালিকা প্রকাশ করলেও
দক্ষিণ ২৪ পরগনার তালিকা প্রকাশ করতে পারেনি৷ প্রশাসনিকভাবে কলকাতা পুরসভার মোট ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ৪৪টি ওয়ার্ড দক্ষিণ ২৪ পরগনা জেলায় পড়ছে।
ওই জেলার তালিকা প্রকাশ না হওয়ায়, এই ৪৪টি ওয়ার্ডের ভোটার সংখ্যা জানা সম্ভব হয়নি৷ ২০১৯ সালে কলকাতা পুর এলাকার মোট ভোটারের সংখ্যা ছিল ৪১ লক্ষ ৩৯ হাজার ৮৩১। কিন্তু এবার এই এলাকায় মোট ভোটারের সংখ্যা কত কমিশন নিজেও তা জানেনা৷
কলকাতা পুরসভার ১ থেকে ১০০ নম্বর পর্যন্ত ওয়ার্ডের ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব উত্তর ও দক্ষিণ কলকাতার নির্বাচনী আধিকারিকের দপ্তরের। এই দুই দপ্তর নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করেছে৷ তাই
সদ্য প্রকাশিত ভোটার তালিকায় দেখা যাচ্ছে, এই ১০০ ওয়ার্ড নিয়ে গঠিত ১১টি বিধানসভা কেন্দ্রে এ বার নতুন ভোটারের সংখ্যা প্রায় ৭২ হাজার।
বাকি ৪৪টি ওয়ার্ডের ভোটার তালিকা তৈরির দায়িত্ব দক্ষিণ ২৪ পরগনা জেলার হাতে। এই জেলা তালিকা তৈরির কাজ শেষ করতে পারেনি নানা কারনে, যার অন্যতম গঙ্গাসাগর মেলা৷ কমিশন আশা করছে আগামী ৬ মার্চের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার নির্বাচনী আধিকারিকের দপ্তর এই কাজ শেষ করতে পারবে৷
তাই, ৬ মার্চের আগে কলকাতা পুরসভার পূর্ণাঙ্গ ভোটার তালিকা পাওয়া যাবে না।

Related articles

ট্রাফিক ও পাওয়ার ব্লক: শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

রেললাইনের উপর ব্রিজের মেরামতির জন্য প্রায় চারঘণ্টা বন্ধ থাকবে শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর...

কেরলের পরে এবার বাংলা: কাজের চাপে আত্মঘাতী BLO!

অমানুষিক পরিশ্রম। যাবতীয় কাজের দায় তাঁদেরই ঘাড়ে। অবাস্তব সময় বেঁধে দিয়ে নির্বাচন কমিশন বিএলও-দের উপর দিয়েই যাবতীয় ভোটার...

কমিশনের অ্যাপেই পাতা ফাঁদ! AI অ্যাপে নেওয়াই হচ্ছে না সব তথ্য

নাগরিকত্বের নথি আছে বা নেই পরিবারের। বাবা-মা বা দাদু-ঠাকুমার নাম ভোটার তালিকায় ছিল বা নেই, কোন কিছুরই বোধ...

দিল্লি বিস্ফোরণ তদন্তে ইডি: গ্রেফতার আল ফালাহ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা

শুধুমাত্র আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে নাশকতার পিঠস্থান তৈরি করাই নয়, এর শিক্ষা প্রতিষ্ঠানগুলি আর্থিক বিনিয়মের মধ্যে চলছিল। এমনটাই দাবি...
Exit mobile version