আদিত্য নারায়ণ কাকে বিয়ে করবেন? জানিয়েছেন বাবাকে

নেহা এবং আদিত্যের বিয়ের চমক নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে। ইন্ডিয়ান আইডেলের মঞ্চে বিয়ে হয় নেহা-আদির। তার আগে সেই বিয়ের কথা বলতে ডাকা হয় উদিত নারায়ণ ও তাঁর স্ত্রী দীপা নারায়ণ ঝাকে।
ছোটবেলা থেকেই বন্ধু নেহা ও আদিত্য। দুই পরিবারের ইচ্ছে ছিল মঞ্চের বিয়েই সত্যি হোক। উদিত নারায়ণ তাঁর ছেলেকে বহু বার নেহাকে বিয়ে করার কথাও বলেন। এই বিয়ের প্রস্তাব নিয়ে রাজি ছিল নেহার পরিবারও।
কিন্তু এই বিয়ে প্রসঙ্গে আদি তাঁর বাবাকে পরিষ্কার জানান, দীর্ঘদিনের প্রেমিকাকেই রিয়েল লাইফ পার্টনার করতে চান তিনি। ইন্ডিয়ান আইডেলের মঞ্চের বিয়ে শুধুমাত্র শোয়ের জিআরপি বাড়ানোর চমক।

আরও পড়ুন-নির্বাচন কমিশনকে বিরক্ত করে রাজ্যপাল ঘোড়া ধরবেন না গাধা ধরবেন? প্রশ্ন পার্থর