বৈঠক শেষ করেই দলীয় সভা থেকে মমতাদের আক্রমণ

ভুবনেশ্বরে পূর্বাঞ্চলীয় আন্তঃরাজ্য বৈঠক শেষ করেই দলীয় সভা থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বললেন, সিএএ নিয়ে মিথ্যা প্রচার করছে বিরোধীরা। বসপা, সপা, বাম, কংগ্রেস, মমতাদিদিরা বিরোধিতা করছেন। মিথ্যে কথা। সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়, দেওয়ার। আর প্রধানমন্ত্রী বলেই দিয়েছেন, আমরা সিএএ করেই ছাড়ব।