প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা মহানগর উন্নয়ন কর্তৃপক্ষ (KMDA)। রাজ্যের পুরমন্ত্রী তথা কেএমডিএ–র চেয়ারম্যান ফিরহাদ হাকিমের (Firhad Hakim) উপস্থিতিতে ক্লাবগুলির শীর্ষ আধিকারিকদের সঙ্গে এই চুক্তি (contact) স্বাক্ষরিত হয়েছে। ব্রিটিশ আমলে ১৯২৩ থেকে ১৯৩৪ সালের মধ্যে গড়ে ওঠা এই ছ’টি ক্লাব হল— ক্যালকাটা রোয়িং ক্লাব (CRC), বেঙ্গল রোয়িং ক্লাব (BRC), লেক ক্লাব (Lake Club), লেক ফ্রেন্ডস সুইমিং ক্লাব, ক্যালকাটা স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটি (ILSS)।
কেএমডিএ সূত্রের খবর, এতদিন পর্যন্ত বেশ কিছু ক্লাব লিজ (lease) চুক্তি থাকার দাবি করলেও কোনও দলিল দেখাতে পারেনি। তারা কেএমডিএ–র বিল অনুযায়ী ভাড়া মিটিয়ে আসছিল। কিন্তু তার নির্দিষ্ট কাঠামো বা আইনি ভিত্তি ছিল না। তাই ভাড়া বৃদ্ধির বিষয়টি অনিয়মিত হয়ে পড়েছিল। তাই ওই ৬ টি ক্লাবকে আইনি কাঠামোর আওতায় আনা এবং ভাড়ার ব্যবস্থা সুসংহত করার উদ্দেশ্যেই এই উদ্যোগ।
আরও পড়ুন: রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি
নতুন চুক্তি অনুযায়ী, ভাড়া (rent) প্রতি পাঁচ বছর অন্তর ৫ শতাংশ বৃদ্ধি পাবে। দশ বছর অন্তর উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে চুক্তি (contact) নবীকরণ হবে। খোলা জমির ক্ষেত্রে প্রতি বর্গফুটে এক টাকা এবং নির্মিত অংশের ক্ষেত্রে প্রতি বর্গফুটে ২ টাকা ২০ পয়সা হিসাবে নতুন ভাড়ার হার ধার্য করা হয়েছে। আগামী বছরের ১ এপ্রিল থেকে কার্যকর হবে এই নতুন ব্যবস্থা।
–
–
–
–
–
–
