দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার নাশকতা বিরোধী অভিযান চালিয়ে চলেছে। জম্মু ও কাশ্মীর পুলিশের হাতেই ধরা পড়েছিল ৩৫০ কেজি বিস্ফোরক (explosive)। সেই বিস্ফোরকেই এবার বড়সড় বিস্ফোরণ কাশ্মীরের নওগাম থানায় (Nowgam PS)। ঘটনায় গুরুতর আহত অন্তত আট জন।
জঙ্গিদের হোয়াইট কলার মডিউল (white collar module) সামনে এসেছিল মূলত জম্মু ও কাশ্মীর পুলিশের নিরলস প্রচেষ্টায়। তারাই হরিয়ানার ফরিদাবাদে (Faridabad) বিপুল বিস্ফোরক চিকিৎসক মুজাম্মিলের ডেরায় লুকিয়ে থাকার সন্ধান পেয়েছিল। সেখান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক (explosive) উদ্ধার করা রাখা হয়েছিল কাশ্মীরের নওগাম থানায় (Nowgam PS)। বিস্ফোরকের রকম পরীক্ষা নিরীক্ষার কাজ চালাচ্ছিলেন ফরেনসিক বিশেষজ্ঞরা। অ্যামোনিয়াম নাইট্রেট (Ammonium Nitrate) নিয়ে তদন্তের কাজ চালানো হচ্ছিল।
আরও পড়ুন: ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর
শুক্রবার অনেক রাতে সেই বিস্ফোরকে পরীক্ষা চালানোর সময়ই বড়সড় দুর্ঘটনা। বিরাট বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা থানা এলাকা। চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় ফরেনসিক বিশেষজ্ঞ ও পুলিশ মিলিয়ে অন্তত আটজন আহত। তাদের দ্রুত সেনাবাহিনীর হাসপাতালে ভর্তি করা হয়।
–
–
–
–
–
–
