সিপিআই ছাত্র নেতা কানহাইয়া কুমারের বিরুদ্ধে দেশদ্রেহিতার মামলা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে কেজরিওয়াল সরকার। এবার সরাসরি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে একহাত নিলেন চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ। কেজরিওয়ালের কাছে তাঁর প্রশ্ন, ‘‘কত টাকায় বিক্রি হয়েছেন?’’

Mahashay @ArvindKejriwal ji.. aap ko kya kahein .. spineless toh compliment hai .. aap to ho hi nahin .. AAP to hai hi nahin .. कितने में बिके ? https://t.co/nSTfmm0H8r
— Anurag Kashyap (@anuragkashyap72) February 28, 2020
নিজের টুইটার হ্যান্ডেলে অনুরাগ লেখেন, ‘‘মহাশয় অরবিন্দ কেজরিওয়াল জি আপনাকে আর আলাদা ভাবে কী বলব। মেরুদণ্ডহীন শব্দটিও আপনার জন্য প্রশংসা সূচক হয়ে যাবে। যাই হোক কত টাকায় নিজেকে বিক্রি করলেন?’’ নিজের টুইটের সঙ্গে কানহাইয়ার টুইটও জুড়ে দেন চিত্র পরিচালক।

আরও পড়ুন-দিল্লির হিংসা নিয়ে মোদিকে তোপ! অধ্যাপককে জেলে পুড়ল পুলিশ
