ট্রেনের ধাক্কায় ফের হাতির মৃত্যু। এবার ঝাড়খণ্ডের সীমান্ত কানিমহুলি ও চাকুলিয়া রেল স্টেশনের কাছে। ঝাড়খণ্ড-পশ্চিমবঙ্গ সীমান্তে গিধনির কাছে তিনটি হাতির তাণ্ডব চলছিল বেশ কয়েকদিন ধরে। এদিন সীমান্ত এলাকায় এসে ডাউন লাইনে কাটা পড়ে। এলাকার মানুষ এই স্টেশনগুলিতে ট্রেনের গতি কমানোর দাবি করেছে।
