Sunday, November 9, 2025

দিল্লিতে সেদিন উর্দি পরা কেউ কেউ লাঠি হাতেই তেড়ে গিয়েছিলেন

Date:

হিংসার আগুনে উত্তপ্ত হয়েছিল রাজধানী। সেই ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ছবির মধ্যে একটিতে দেখা যাচ্ছে লাল শার্ট পরা এক যুবক বন্দুক উঁচিয়ে তাড়া করেছে এক নিরস্ত্র পুলিশকে। পরে জানা যায় ওই যুবকের নাম শাহরুখ। প্রকাশ্যে এসেছে পুলিশকর্মীর পরিচয়। তাঁর নাম দীপক দাহিয়া।

হিংসা ছড়াতেই রাস্তায় নেমেছিল তাঁরা। প্রথমে শুন্যে গুলি চালায় শাহরুখ। তারপর বন্দুক তাক করে দীপক দাহিয়ার দিকে। ততক্ষণে হাত নেড়ে দীপক বোঝানোর চেষ্টা করছেন যে তিনি নিরস্ত্র। এরপর নিজের হাতের লাঠি বাগিয়েই শাহরুখ এবং তার সঙ্গীদের ভয় দেখানোর চেষ্টা করেন পুলিশকর্মী। সেই সময় শুর হয় পাথর বৃষ্টি। ছোঁড়া হয় কাঁদানে গ্যাসও। শাহরুখকে ভয় দেখাতে লাঠি তুলে নিয়েছিলেন হাতে। দীপক বলেন, ‘‘দেখছিলাম আমার দিকে ছুটে আসছে একজন। ওকে ভয় দেখাতে লাঠিটাই তুলে ধরেছিলাম। খানিকটা লক্ষ্যভ্রষ্ট হয়েই অন্যদিকে গুলি চালিয়ে পালিয়ে যায় ওই যুবক।’’ শুধু শাহরুখ না। ঘটনার দিন তাঁর সঙ্গে ছিলেন আরও জনা ছয়েক লোক বলে জানিয়েছেন দীপক।

দিল্লিতে টানা পাঁচদিন ধরে চলা হিংসার বলি হয়েছেন ৪২ জন। মৃতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা রয়েছে। আহত হয়েছেন ৩০০-র বেশি মানুষ। গত কয়েকদিনে মোট ১২৩টি এফআইআর দায়ের হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। গ্রেফতার হয়েছে ৬০০-রও বেশি। বছর ৩৩-এর শাহরুখ দিল্লির সিলমপুরের বাসিন্দা। প্রাথমিক ভাবে জানা যায়, শাহরুখকে আটক করেছে পুলিশ। তবে এই তথ্য নিয়ে জলঘোলা শুরু হয়েছে। দিল্লি পুলিশের একটি বিশেষ সূত্রে খবর, এখনও ধরাই পড়েনি শাহরুখ। বরং তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন-কানহাইয়ার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা চালানোর নির্দেশ কেজরিওয়াল সরকারের

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version