Saturday, August 23, 2025

দিল্লিতে সেদিন উর্দি পরা কেউ কেউ লাঠি হাতেই তেড়ে গিয়েছিলেন

Date:

হিংসার আগুনে উত্তপ্ত হয়েছিল রাজধানী। সেই ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ছবির মধ্যে একটিতে দেখা যাচ্ছে লাল শার্ট পরা এক যুবক বন্দুক উঁচিয়ে তাড়া করেছে এক নিরস্ত্র পুলিশকে। পরে জানা যায় ওই যুবকের নাম শাহরুখ। প্রকাশ্যে এসেছে পুলিশকর্মীর পরিচয়। তাঁর নাম দীপক দাহিয়া।

হিংসা ছড়াতেই রাস্তায় নেমেছিল তাঁরা। প্রথমে শুন্যে গুলি চালায় শাহরুখ। তারপর বন্দুক তাক করে দীপক দাহিয়ার দিকে। ততক্ষণে হাত নেড়ে দীপক বোঝানোর চেষ্টা করছেন যে তিনি নিরস্ত্র। এরপর নিজের হাতের লাঠি বাগিয়েই শাহরুখ এবং তার সঙ্গীদের ভয় দেখানোর চেষ্টা করেন পুলিশকর্মী। সেই সময় শুর হয় পাথর বৃষ্টি। ছোঁড়া হয় কাঁদানে গ্যাসও। শাহরুখকে ভয় দেখাতে লাঠি তুলে নিয়েছিলেন হাতে। দীপক বলেন, ‘‘দেখছিলাম আমার দিকে ছুটে আসছে একজন। ওকে ভয় দেখাতে লাঠিটাই তুলে ধরেছিলাম। খানিকটা লক্ষ্যভ্রষ্ট হয়েই অন্যদিকে গুলি চালিয়ে পালিয়ে যায় ওই যুবক।’’ শুধু শাহরুখ না। ঘটনার দিন তাঁর সঙ্গে ছিলেন আরও জনা ছয়েক লোক বলে জানিয়েছেন দীপক।

দিল্লিতে টানা পাঁচদিন ধরে চলা হিংসার বলি হয়েছেন ৪২ জন। মৃতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা রয়েছে। আহত হয়েছেন ৩০০-র বেশি মানুষ। গত কয়েকদিনে মোট ১২৩টি এফআইআর দায়ের হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। গ্রেফতার হয়েছে ৬০০-রও বেশি। বছর ৩৩-এর শাহরুখ দিল্লির সিলমপুরের বাসিন্দা। প্রাথমিক ভাবে জানা যায়, শাহরুখকে আটক করেছে পুলিশ। তবে এই তথ্য নিয়ে জলঘোলা শুরু হয়েছে। দিল্লি পুলিশের একটি বিশেষ সূত্রে খবর, এখনও ধরাই পড়েনি শাহরুখ। বরং তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন-কানহাইয়ার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা চালানোর নির্দেশ কেজরিওয়াল সরকারের

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version