Saturday, August 23, 2025

পুলওয়ামাকাণ্ডে জঙ্গিদের বিস্ফোরক সরবরাহকারীকে গ্রেফতার করল জাতীয় নিরাপত্তা সংস্থা। ২০১৯ এর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামাকাণ্ডে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ যুক্ত ছিল। ধৃতের নাম শাকির বসির ম্যাগরে। শাকির পুলওয়ামাতে একটি আসবাবপত্রের দোকান চালায়।আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দারকে এই শাকিরই আশ্রয় দিয়েছিল বলে অভিযোগ।
এনআইএ-এর জেরায় সে স্বীকার করেছে যে, একাধিকবার অস্ত্র, টাকা ও বিস্ফোরক জইশ-ই-মহম্মদের জঙ্গিদের হাতে সে তুলে দিয়েছে। পুলওয়ামা হামলার সময়েও বিস্ফোরক সরবরাহ করেছিল। সে আরও জানায়, ২০১৮ সালের শেষ দিক থেকে ২০১৯-এর ফেব্রুয়ারি পর্যন্ত তার বাড়িতেই ছিল জঙ্গি মহম্মদ উমর ফারুখ ও আদিল আহমেদ দার। এমনকি, বিস্ফোরক তৈরিতেও সাহায্য করেছিল এই শাকির।এনআইএ-এর অভিযোগ, মারুতি ইকো কার গাড়ির মধ্যে বিস্ফোরক রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল শাকিরই।
প্রসঙ্গত, গত বছর পুলওয়ামায় আধা সামরিক বাহিনীর কনভয়ে গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছিল জইশের সন্ত্রাসবাদী আদিল আহমেদ দার। আত্মঘাতী হামলায় প্রাণ হারান ৪০ জন জওয়ান। আহত হন আরও অনেকে।দেশজুড়ে এই ঘটনায় প্রতিবাদের ঝড় ওঠে। হামলায় ব্যবহার করা হয়েছিল ৮০ কেজি বিস্ফোরক।এই ঘটনার কিছুদিন পরই বালাকোটে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। উড়িয়ে দেওয়া হয় জৈশের বেশ কয়েকটি ঘাঁটি।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version