কথা রাখলেন বাগান কর্তারা

কথা রাখল মোহনবাগান।ফুটবলারদের বকেয়া মিটিয়ে দিল বাগান কর্তৃপক্ষ। সৌজন্যে টুটু বোস। ক্লাবের অর্থ সচিব দেবাশিস দত্ত জানান, ক্লাবের কাছে কারওর কোনও বকেয়া আর রইল না। আর এই ফিল গুড পরিস্থিতির কৃতিত্ব টুটু বসুর। ফেডারেশন নির্দেশ দিয়েছিল ফুটবলার ও প্রাক্তন কোচ খালিদ জামিলের বকেয়া মিটিয়ে দিতে। ক্লাব সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করল।