অমিতের আসা নিয়ে নিরাপত্তা জোরদার শহরে

প্রায় ৩ টে নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে শহিদ মিনারের সভায় এসে পৌঁছাবেন অমিত শাহ৷ রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে দিনকয়েক আগেই এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ বলেছিলেন, “সরকারের এই অরাজকতা ও অবিচারের প্রতিবাদে একটি প্রতীকী চার্জশিট প্রকাশ করা হবে৷ বিজেপি কর্মীরা ক্ষোভপাত্রও বিলি করবে৷ সাধারণ মানুষ সেখানে সরকারের বিরুদ্ধে তাদের অভিযোগ জানাতে পারবে। অমিত শাহের কলকাতা আগমন উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় বাম এবং কংগ্রেস বিক্ষোভে দেখায়। অমিত শাহ go back স্লোগানও ওঠে ওই বিক্ষোভ মিছিল থেকে। যদিও এখনও পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী সভায় উপস্থিত হননি। সিএএ নিয়ে তিনি কী বলবেন সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন-‘এনআরসি করতে এলে চামড়া গুটিয়ে দেব’, মোদিকে নিশানা অনুব্রতর

Previous article‘করোনা ভাইরাস’ আজাদি স্লোগান!
Next articleরাজাবাজার পার্কসার্কাস সহ বহু মোড় অবরুদ্ধ