প্লাস্টিক নয়, চটের ব্যাগ ব্যবহার করে বাজার করুন। শহরকে প্লাস্টিক মুক্ত করতে এভাবেই রবিবার সকালে প্রচার করলেন কলকাতা পুরসভার মহানাগরিক ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে চটের ব্যাগ বিলি করেন তিনি।
ফিরহাদ হাকিম জানিয়েছেন, আগামী প্রজন্মের জন্য প্লাস্টিক বর্জন অত্যন্ত প্রয়োজন। প্লাস্টিক বর্জন করতে না পারলে আগামী প্রজন্মের জন্য অনেক সমস্যা তৈরি হবে। একইসঙ্গে তিনি বলেন, প্লাস্টিকের ব্যবহার কলকাতা নিকাশি ব্যবস্থাকে খারাপ করছে।
আরও পড়ুন-পুরভোট নয়, বিধানসভাই লক্ষ্য বোঝালেন অমিত