Monday, December 8, 2025

শাহি-ভাষণ ‘গোল গোল’ হলে ক্ষতিই হবে বঙ্গ-বিজেপির, কণাদ দাশগুপ্তের কলম

Date:

Share post:

কণাদ দাশগুপ্ত

CAA অনুমোদনের পর হওয়ার পর এই প্রথমবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই CAA-র জন্য আজ, রবিবার শহিদ মিনারে শাহকে অভিনন্দনও জানাবে বঙ্গ-বিজেপি। তবে রাজ্য-বিজেপি তাকিয়ে আছে জনসভায় অমিত শাহের ভাষণের দিকে৷ রাজ্য বিজেপির নেতারা মনে করছেন, অমিত শাহ আগামী পুরসভা ও বিধানসভা ভোটের ‘রোডম্যাপ’ জানাতে পারেন, যে পথে হাঁটলে এ রাজ্যে বিজেপির সাফল্যের বাণ ডাকবে৷

২০১৯-এর লোকসভা ভোটে ১৮ আসন জেতার সেই ‘হনিমুন-পিরিয়ড’ আজও কাটাতে পারেনি বঙ্গ-বিজেপি৷ গত মে মাস থেকে রাজ্য এক পা-ও এগোতে পারেনি বিজেপি৷ উল্টে বঙ্গ-বিজেপির সভাপতির জেতা বিধানসভা আসন খুইয়েছে৷ মাস দেড়েক আগে নতুন রাজ্য সভাপতি দায়িত্ব নিলেও, আজ পর্যন্ত নতুন রাজ্য বা জেলা কমিটি গড়া যায়নি৷ সব মিলিয়ে, তলানিতে ঠেকেছে দলের কর্মী- সমর্থকদের মনোবল৷ এই পরিস্থিতিতে কেমন শাহি-ভাষণ চাইছে বঙ্গ-বিজেপি ?

◾পুরভোটের আগে অমিত শাহের ভাষণ দলের কর্মীদের চাঙ্গা করে তুলুক, এমনই চাইছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। এই কাজ যে তাদের দিয়ে হবেনা, সেটা ইতিমধ্যেই বুঝে ফেলেছেন রাজ্য নেতারা৷ তাই রাজ্য নেতাদের ভরসা দিল্লি৷

◾CAA-র বিরুদ্ধে বাংলাতেও প্রতিবাদ চলছে৷ লোকসভায় ১৮টি আসন জেতার প্রচার এখন আর খাচ্ছে না৷ CAA-র পক্ষে প্রচার করেও পুরভোট জেতা যাবেনা৷ বরং ব্যুমেরাং হতে পারে৷ তাহলে পুরভোটের প্রচারের পথ কী হবে, তা বলে দিন শাহ৷

◾CAA- বিরোধিতার অর্থ যে হিন্দুধর্মের বিরোধিতা, শহিদ মিনারের মঞ্চে তেমনই বোঝান শাহ, রাজ্য নেতাদের একাংশ এমন চাইলেও এর বিরোধিতা করছেন দলের অন্য অংশ৷ এই প্রচার করেই তো দিল্লিতে ৭০ আসনের মধ্যে ৮ আসন মিলেছে৷ বাংলায় মেরুকরণের রাজনীতিতে ঝুঁকি বেশি বলেই এই অংশ মনে করছেন৷ তার থেকে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে বলুন শাহ৷ বাংলার প্রায় সব জেলায় বিজেপি নেতা- কর্মীদের উপর রাজ্যের শাসক দলের অত্যাচারের কথাই বলুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

◾ দিল্লি-পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য হাস্যকর হতে পারে৷
দিল্লির আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর৷ সেই পরীক্ষায় শূন্য পেয়ে নিজের বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ দিল্লি-হিংসা সামলাতে যিনি ব্যর্থ, তার মুখে অন্য রাজ্যের আইনশৃঙ্খলার সমালোচনা অনেকটা “স্ট্যাণ্ড-আপ” কমেডির মতোই শোনাবে, এমন ধারনা পোষণ করছেন একাধিক গেরুয়া নেতা৷ তাহলে কী বলে কর্মীদের তাতাবেন শাহ ?

◾ উন্নয়নের প্রশ্নে শাহ রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগুন, এমন কথা দলের অনেকে বলছেন৷ এই অংশ চাইছেন, শাহ বলুন, কেন্দ্রীয় সরকারের বহু প্রকল্প এ রাজ্যে ঢুকতে দিচ্ছে না তৃণমূল সরকার। কিন্তু পাল্টা যুক্তি উঠেছে দলের মধ্যেই৷ মোদি সরকারের দু’দফায় এখনও পর্যন্ত কেন্দ্র এ রাজ্যে এমন কোনও উন্নয়ন প্রকল্পের কাজ হাতে নেয়নি বা শেষ করেনি, যা দৃষ্টান্ত হতে পারে৷ যে প্রকল্পের কথা বলে ভোট চাওয়া যায়৷ রাজ্যের সামাজিক প্রকল্পগুলির ধার,ভার বা গ্রহনযোগ্যতা অনেক বেশি৷ সুতরাং উন্নয়ন নিয়ে ফের গোল গোল কথা বললে, রাজ্যবাসী কিছুতেই তা মানবে না৷ নির্দিষ্ট কিছু ঘোষনা থাকুক শাহি- ভাষণে, এমনই চাইছেন বিজেপির একাংশ৷

মোটের উপর রাজ্য বিজেপিও ‘কনফিউজড’ ! শাহি-ভাষণে ঠিক কোন কথা থাকলে, সে সব নিয়ে পুরভোটের আগে প্রচারে নামা সম্ভব হবে, সেটাই ধরতে পারছে না বঙ্গ-বিজেপি৷

সব মিলিয়ে এরপর হাতে থাকে অমিত শাহের সেই “গোল-গোল” বক্তৃতাই৷ সেই ভাষণে শহিদ মিনারে হাততালি শোনা যেতে পারে, কিন্তু ওই শাহি- বার্তা নিয়ে কলকাতা-সহ শতাধিক পুরসভার ভোটে বিজেপি কি ভোট আদায় করতে পারবে ?

কপালের ভাঁজ সম্ভবত চওড়া হচ্ছে বঙ্গ-বিজেপির!

spot_img

Related articles

সপ্তাহের শুরুতেই কমল তামমাত্রা, উত্তরের পাশাপাশি দক্ষিণেও বাড়বে শীতের দাপট?

ডিসেম্বরের শুরু থেকেই তাপমাত্রার পারদ নামছে। ফলে শীত অনুভূত হচ্ছে ভালো মতোই। সপ্তাহের শুরুতেই নামল তাপমাত্রার পারদ। এদিন...

বাতিল ৩৫০ বিমান, ইন্ডিগো দুর্ভোগ সপ্তাহের প্রথম দিনও অব্যাহত

সপ্তাহের প্রথম দিনেও বিমান দুর্ভোগ অব্যাহত। ইন্ডিগোর(IndiGo flights)জটিলতার জেরে গত কয়েকদিন ধরেই সারা দেশ জুড়ে যাত্রীদের অপরিসীম দুর্ভোগ...

SIR আবহে আজ কোচবিহার সফরে মমতা, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

SIR আবহে আজ ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। সোমবার দুপুরে কোচবিহার যাচ্ছেন মমতা। একগুচ্ছ কর্মসূচি নিয়েই...

নাইট ক্লাবের অগ্নিকাণ্ডে সাসপেন্ড তিন সরকারি আধিকারিক, মৃতদের মধ্যে বাংলার ১

গোয়ার নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে( Goa Night Club Fire) প্রাণ হারিয়েছেন ২৫ জন মানুষ। মৃতদের মধ্যে ২০ জনই...