নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসি হবে না ৩ মার্চও, সুপ্রিম কোর্টে শুনানি ৬ তারিখ

বারবার তিনবার। আইনি জটে ফের আটকে যাচ্ছে নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসি। ২২ জানুয়ারি, ১ ফেব্রুয়ারি একই কারণে ফাঁসি কার্যকর করা যায়নি। তৃতীয়বার ফাঁসির দিন ৩ মার্চ ঠিক করেছিল দিল্লির আদালত। কিন্তু মৃত্যুদণ্ড পিছিয়ে দেওয়ার চেষ্টায় কোনও ফাঁক রাখছে না আসামীরা। তিহাড় জেল কোড অনুযায়ী, সকলের ফাঁসি একইসঙ্গে কার্যকর করতে হয়। এই নিয়মের সুযোগ নিয়েই মুকেশ, অক্ষয়, বিনয়, পবন আলাদা আলাদাভাবে কোর্টে এবং রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করছে। সর্বশেষ সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করেছে পবন গুপ্তা। তার সেই আর্জির উপর শুনানি হবে আগামী ৬ মার্চ। জানিয়েছে সর্বোচ্চ আদালত। ফলে আবারও পিছোচ্ছে সাজা কার্যকরের দিন।

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next articleঅভিষেক-পিকে জুটির হাত ধরে কাল নতুন ইনিংস শুরুর পথে তৃণমূল