Monday, November 10, 2025

হাজিরা দিতে ফের বীরভূমের সিউড়ি থানায় বিজেপি নেতা মুকুল রায়। লাভপুর থানার একটি খুনের মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আছে। সে মামলায় সোমবার তিনি থানায় হাজিরা দেন। ১ ঘণ্টার বেশি সময় ধরে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তাঁকে জেরা করেন।

২৩ জানুয়ারিও সিউড়ি থানায় হাজিরা দিয়েছিলেন মুকুল রায়। ওইদিন প্রায় ৬ ঘণ্টা তাঁকে জেরা করেন পুলিশের আধিকারিকেরা। প্রাক্তন তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের বিরুদ্ধে ৩ সিপিএম নেতাকে খুনের অভিযোগ আছে। মণিরুল ইসলাম সেই সময় ফরওয়ার্ড ব্লক করতেন। যদিও পরে তিনি তৃণমূল যোগ দিয়ে বিধায়ক নির্বাচিত হন এবং সম্প্রতি তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন।

২০১০ সালের জুন মাসে লাভপুরের নবগ্রামে সালিশি সভায় বচসার জেড়ে কাটুন শেখ, ধানু শেখ ও তরুক শেখকে খুন করার অভিযোগ ওঠে। ওই খুনের ঘটনায় লাভপুরের সই সময়ের তৃণমূল নেতা তথা বিধায়ক মণিরুল ইসলামের নাম জড়ায়। যদিও পরবর্তীতে তাঁর নাম বাদ যায়। এদিকে উচ্চ আদালতের নির্দেশে ফের তদন্ত শুরু করে বীরভূম পুলিশ। তারপরই গত ডিসেম্বর মাসে বোলপুর আদালতে পুলিশ যে চার্জশিট জমা দেয়, তাতে মণিরুল ইসলাম ও বিজেপি নেতা মুকুল রায়ের নাম রয়েছে। ওই ঘটনার পরেই আদালতের দ্বারস্থ হন বিজেপি নেতা। আদালত তাঁকে কিছু দিনের জন্য রক্ষা কবচ দেয়। একই সঙ্গে নির্দেশ দেয়. তিনি বোলপুর, শান্তিনিকেতন ও লাভপুরে যেতে পারবেন না। এদিকে লাভপুরের তিনজন খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মুকুল রায়কে তলব করে পুলিশ। মুকুল রায় বলেন, ভারতের একজন আইন মান্যকারী নাগরিক হিসেবে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থার উপর তাঁর সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে। যে কোনও তদন্তকারী সংস্থা যখন তাঁকে ডাকবে তিনি উপস্থিত থাকবেন।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version