অভিষেক-পিকে জুটিতে ইভেন্ট লঞ্চ, আগামী ৭৫ দিন রাজ্যজুড়ে তৃণমূলের কর্মযজ্ঞ

তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভোট গুরু প্রশান্ত কিশোরের মস্তিষ্ক প্রসূত ‘দিদিকে বলো’-র পর তৃণমূলের নতুন প্রচারাভিযান ‘বাংলার গর্ব মমতা’। আজ, ২ মার্চ থেকে আগামী ১০ মে পর্যন্ত à§­à§« দিন ধরে রাজ্যজুড়ে চলবে তৃণমূলের এই জনসংযোগ ও প্রচার কর্মসূচি।

এই ৭৫ দিনে তিনটি পর্যায়ে ভাগ করে কর্মসূচি সফল করার পরিকল্পনা করেছে তৃণমূল। ‘বাংলার গর্ব মমতা’ সফল করতে ৭৫ হাজারের বেশি দলীয় নেতা ১৫ হাজার এলাকায় পৌঁছে আড়াই কোটি মানুষের মুখোমুখি হবেন। এর জন্য তৃণমূলের সর্বস্তরের জনপ্রতিনিধি, বুথ থেকে জেলাস্তরের সাংগঠনিক নেতৃত্ব এবং শাখা সংগঠনকে কাজে লাগানো হবে। এই অভিযানের নীল নকশা এঁকেছে ভোট গুরু প্রশান্ত কিশোরের পেশাদার সংস্থা। রূপায়ণের দায়িত্বেও থাকছে তারা।

আরও পড়ুন-ইভেন্ট লঞ্চেই শৃঙ্খলা আর পেশাদারিত্বের নজির রাখলো অভিষেক-পিকে জুটি