‘ঘৃণা ছাড়ুন, সোশ্যাল মিডিয়া নয়’, মোদিকে বললেন রাহুল

সোমবার নটা নাগাদ আচমকাই প্রধানমন্ত্রী মোদি টুইট করলেন, ‘’ভাবছিলাম এই রবিবার ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া থেকে সরে যাব। পরে পোস্ট করে জানাব।‘’

কেন তিনি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়ার কথা বললেন, তার কারন প্রধানমন্ত্রী বলেননি৷ তবে তাঁর যে সংখ্যক ফলোয়ার তা বিশ্বের যে কোনও নেতার ‘হিংসা’-র কারণ হতে পারে।

এদিকে প্রধানমন্ত্রীর এই টুইটের কিছুক্ষণের মধ্যেই মোদিকে কটাক্ষ করে টুইট করলেন রাহুল গান্ধী। প্রাক্তন কংগ্রেস সভাপতি টুইটে বলেছেন, “ঘৃণা ছাড়ুন। সোশ্যাল মিডিয়া নয়”৷

Previous articleবিগ ব্রেকিং: সোশ্যাল মিডিয়ার সব প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি, বড় ঘোষণা
Next articleব্রেকফাস্ট নিউজ